সিলেট মিরর ডেস্ক
জুলাই ১৪, ২০২১
০৮:৩৬ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ১৪, ২০২১
০৮:৩৬ পূর্বাহ্ন
জাতীয় ক্রিকেট দলের ডিপেন্ডেবল ক্রিকেটার হিসেবে খ্যাত মুশফিকুর রহিমের বাবা মাহবুব হাবিব ও মা রহিম খাতুনের করোনা ধরা পড়েছে। চিকিৎসার জন্য দুজনকেই জরুরি ভিত্তিতে ঢাকায় আনা হচ্ছে।
মা–বাবার অসুস্থতায় বুধবারই হারারে থেকে ঢাকার উদ্দেশে রওনা দিচ্ছেন মুশফিক। হারারে স্পোর্টস ক্লাব মাঠে ১৬, ১৮ ও ২০ জুলাইয়ের ওয়ানডে ম্যাচে তাকে পাচ্ছে না বাংলাদেশ দল।
এর আগে জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টের পর তিনটি ওয়ানডে খেলেই দেশে ফেরার কথা ছিল মুশফিকের। টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন তিনি। সে জন্য মুশফিককে বাইরে রেখেই টি-টোয়েন্টির দল ঘোষণা করেন নির্বাচকেরা।
বি এন-০৮