ক্রীড়া প্রতিবেদক
জুলাই ১৬, ২০২১
০৩:১৮ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ১৬, ২০২১
০৩:১৮ পূর্বাহ্ন
জিম্বাবুয়ে সফররত বাংলাদেশ ক্রিকেট দল আজ (শুক্রবার) শুরু করছে ওয়ানডে সিরিজ জয়ের মিশন। স্বাগতিকদের বিপক্ষে একমাত্র টেস্ট জিতে ওয়ানডে খেলতে নামছে টাইগাররা।নির্ধারিত সময়ে ম্যাচের দল ঘোষণা করেনি জিম্বাবুয়ে।
একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে বাংলাদেশ হারিয়েছে ২২০ রানের বড় ব্যবধানে। আজ শুরু ওয়ানডের লড়াই। হারারেতে দুদলের ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। ওয়ানডে সিরিজকে সামনে রেখে মুশফিক পারিবারিক কারণে দেশে ফিরে এসেছেন। মোস্তাফিজ জিম্বাবুয়ে একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পায়ের গোড়ালিতে ব্যথা পেয়েছেন। তাই আজকের ম্যাচে কাটার মাস্টারের খেলা অনিশ্চিত। জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দলই ঘোষণা করেনি। গতকাল তামিম ম্যাচ নিয়ে কথা বলেছেন ভার্চুয়াল সংবাদ সম্মেলনে।
বাংলাদেশের দল কেমন হবে, কেমন পরিকল্পনাই বা থাকবে টাইগারদের মাথায় এসব প্রশ্নের উত্তরে তামিম বলেন, ‘আমরা কাদের বিপক্ষে খেলব তা তো জানিই না। আমি প্রশ্নের উত্তর দিতে পারছি না। কারণ আমি তো জানিই না কাদের বিপক্ষে খেলব। প্রথম বল হওয়ার ২৪ ঘণ্টাও নেই, অথচ এখনো আমরা দলই জানতে পারিনি।’ ক্রেইগ আরভিন, শন উইলিয়ামসের ব্যাপারেও কিছু জানেন না তামিম। এ সম্পর্কে তিনি বলেন, ‘তাদের খেলার অংশগ্রহণ নিয়ে আসলে আমার কিছু বলার নেই। আমি যতটুকু জানি যে কোনো খেলোয়াড়কে খেলতে হলে আমরা যে হোটেলে আছি সেখানে ১০ দিন কোয়ারেন্টাইন করতে হয়। আমি এখন পর্যন্ত তাদের দেখিনি। এটা আসলে আমাদের দিক থেকে কোভিড প্রোটোকল যারা মেইন্টেন করে, তারা ভালো বলতে পারবে।’
মুশফিক নেই, ফিজ শঙ্কাযুক্ত। এমন পরিস্থিতিতে ম্যাচ জেতার সম্ভাবনা নিয়ে তামিম বলেছেন, ‘আমরা সবসময় পূর্ণ শক্তির দল নিয়ে খেলতে পারি এমন নয়। আর আমাদের পরিস্থিতি মেনে নিতে হবে। মুশফিকের পরিস্থিতি দেখুন বা মোস্তাফিজের চোটএগুলো কারোরই নিয়ন্ত্রণে নেই। কারো না কারো ইনজুরি বা সমস্যা থাকতে পারে, সেটা জেনে বুঝেই তো ১৬-১৭ জন রাখা হয় স্কোয়াডে। যারা স্কোয়াডে আছে সবাই যোগ্য।’
বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যে এটি হবে ৭৬তম ওয়ানডে। দুদল এর আগে ৭৫টি ম্যাচে মুখোমুখি হয়েছে। যেখানে জয়ের পাল্লা ভারী টাইগারদের দিকেই। রাসেল ডমিঙ্গোর শিষ্যরা জিতেছে ৪৭ ম্যাচ, জিম্বাবুয়ের জয় ২৮ ম্যাচে।
জিম্বাবুয়ে স্কোয়াড: ব্রেন্ডন টেইলর (অধিনায়ক), রায়ান বার্ল, র্যাগিস চাকাভা, চাতারা তেন্ডাই, লুক জংউই, তিনাশে, ওয়েসলে মাধেভেরে, মারুমা টিমিসেন, মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মেয়ার্স, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা ও ডোনাল্ড তিরিপানো।
এএন/০৫