খেলা ডেস্ক
জুলাই ১৬, ২০২১
০৬:০৯ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ১৬, ২০২১
০৬:১১ পূর্বাহ্ন
ফেভারিটে তকমা নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নেমে শুরুতেই হোঁচট খেল বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে শূন্য রানেই সাজঘরে ফিরলেন টাইগারদের ওপেনার তামিম ইকবাল। সাকিব আল হাসানও ১৯ রান করেই ফিরে গেছেন।
হাঁটুর ইনজুরির কারণে একমাত্র টেস্ট সিরিজের ছিলেন না তামিম। তবে ওয়ানডে সিরিজে ফিরে ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারেননি বাঁহাতি এই ওপেনার। দলীয় ১ রানে আশীর্বাদ মুজারাবানির বলে চাকাবভার হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যায় ওয়ানডে কাপ্তান। আউট হওয়ার আগে তামিম করেন ৭ বলে ০ রান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ ওভার ২ বল শেষে ২ উইকেটের বিনিময়ে ৩২ রান।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক) লিটন দাস, সাকিব আল হাসান, মোঃ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
জিম্বাবুয়ে একাদশ: ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ব্রেন্ডন টেলর, ডিওন মেয়ার্স, টিমিসেন মারুমা, রেগিস চাকাভা, রায়ান বার্ল, লুক জংওয়ে, টেন্ডাই চাতারা, আশীর্বাদ মুজারাবানি, রিচার্ড নাগারাভা।
আরসি-০৯