বাংলাদেশের টপ অর্ডার লেজে-গোবরে

খেলা ডেস্ক


জুলাই ১৬, ২০২১
০৭:৪৩ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ১৬, ২০২১
০৭:৪৩ পূর্বাহ্ন



বাংলাদেশের টপ অর্ডার লেজে-গোবরে

যে কোনো দলই নিজেদের মাটিতে শক্তিশালী। জিম্বাবুয়েও তাই। তবুও বাংলাদেশ আর জিম্বাবুয়ের মাঝে শক্তির পার্থক্য অনেক। মাঠে কিন্তু তার প্রমাণ পাওয়া যাচ্ছে না। সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে নেমে ৭৪ রানে ৪ উইকেট হারিয়েছে সফরকারী বাংলাদেশ।

ফিরে গেছেন তামিম ইকবাল (০), সাকিব আল হাসান (১৯), মোহাম্মদ মিঠুন (১৯), মোসাদ্দেক হোসেন (৫)। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৩.১ ওভারে ৪ উইকেটে ৯০ রান।

আজ শুক্রবার (১৬ জুলাই) হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে। স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই ফিরে যান তামিম ইকবাল। ৭ বল খেলে তিনি মুজরাবানির বলে 'ডাক' মারেন। অপর ওপেনার লিটন দাস একপ্রান্ত আগলে রাখার কাজটি করে যাচ্ছিলেন। কিন্তু সঙ্গী হিসেবে কাউকে পাননি।

অল-রাউন্ডার সাকিব আল হাসান ২৫ বলে ১৯ রান করে মুজরাবানির শিকার হন। বিতর্ক উস্কে একাদশে সুযোগ পাওয়া মোহাম্মদ মিঠুনও ১৯ রান করে চাতারার শিকার হন। নিজেকে প্রমাণ করার আরেকটা সুযোগ ছিল মোসাদ্দেক হোসেনের সামনে। এই তরুণ মাত্র ৫ বলে নাগারভার বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন। ৭৪ রানে পতন হয় ৪ উইকেটের। লিটন দাসের সঙ্গী হন মাহমুদউল্লাহ।

আরসি-১১