ক্রীড়া প্রতিবেদক
জুলাই ১৬, ২০২১
১০:০২ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ১৬, ২০২১
১২:৩২ অপরাহ্ন
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ওপেনার লিটন দাসের সেঞ্চুরি (১০২) আর আফিফ হোসেনের ঝড়ো ৪৫ রানের সুবাদে ৯ উইকেটে ২৭৬ রান করেছে বাংলাদেশ। জয়ের জন্য স্বাগতিকদের ২৭৭ টার্গেট দিয়েছে।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। শূন্যে ফিরে যান অধিনায়ক তামিম ইকবাল। এরপর দলীয় ৩৭ রানের মধ্যেই আউট হয়ে যান সাকিব ও মিঠুন।
তবে ওপেনিংয়ে নেমে দেখেশুনে খেলে দলকে খাদের কিনারা থেকে তুললেন লিটন দাস।
পেলেন ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির দেখা। লিটনের সেঞ্চুরি ও পরে আফিফের ঝড়ো ৩৫ বলে ৪৫ রানের ইনিংসে ৯ উইকেটে ২৭৬ রান করে বাংলাদেশ।
প্রথমে মাহমুদউল্লাহ রিয়াদ ও পরে আফিফকে নিয়ে এগিয়ে গেছেন লিটন। লিটন-রিয়াদ জুটি দলের প্রাথমিক বিপর্যয় কাটান। এইজুটি যোগ করেন ৯৩ রান। ১১০ বলে তিন অংকের ম্যাজিক ফিগারে পৌঁছান লিটন। ৮ বাউন্ডারিতে এ সেঞ্চুরি সাজিয়েছেন তিনি। সেঞ্চুরির পর মাত্র আর ৪ বল খেলে ১০২ রানে আউট হন লিটন।
মাহমুদউল্লাহকে সঙ্গে নিয়ে ওপেনার লিটন স্কোর দুই শ পার করেন। ৩৩ রানে করে জঙ্গির বলে আউট হয়ে যান রিয়াদ। সেঞ্চুরি করেই সাজঘরের পথ ধরেন লিটন দাসও।
এরপর আফিফ ও মেহেদী হাত খুলে খেলেন। ৩৫ বলে ৪৫ করেন আফিফ আর ২৫ বলে ২৬ করেন মেহেদী। শেষ দিকে পর পর ৩ উইকেট পড়ে গেলে বাংলাদেশ ২৭৬ রানে গিয়ে থামে।
এএন/০৮