দেশের সর্বাধিক উইকেটশিকারি সাকিব

ক্রীড়া প্রতিবেদক


জুলাই ১৬, ২০২১
০৭:২৫ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৬, ২০২১
০৭:২৫ অপরাহ্ন



দেশের সর্বাধিক উইকেটশিকারি সাকিব


জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই নতুন রেকর্ডে নাম লেখালেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।

শুক্রবার হারারেতে অনুষ্ঠিত ম্যাচে ১৫৫ রানের বিশাল ব্যবধানে জিতেছে সফরকারীরা। ম্যাচে অনবদ্য পারফরম্যান্সে ৫ উইকেট দখলের পথে প্রথমটি নিয়েই সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে ছাড়িয়ে যান বাঁহাতি স্পিনার সাকিব। এই সংস্করণে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারের কীর্তি গড়েন তিনি।

২৭৭ রানের চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে নামা জিম্বাবুয়ের প্রথম ৩ উইকেট তুলে নেন বাংলাদেশের পেসাররা। এরপর সাকিব দেখান ঘূর্ণি জাদু। তাতে অবশ্য স্বাগতিক ব্যাটসম্যানদের অতি-আগ্রাসী ব্যাটিংয়ের দায়ও আছে। তাদের শেষ ৬ উইকেটের ৫টিই নেন সাকিব। অন্যটি ছিল রানআউট। এছাড়া, ফিল্ডিংয়ের সময় পাওয়া চোটে ব্যাটিংয়ে নামতে পারেননি টিমিসেন মারুমা।

টেইলরের পর একে একে সাকিবের শিকার হন রায়ান বার্ল, ব্লেসিং মুজারাবানি, রেজিস চাকাবা ও রিচার্ড এনগারাভা। সবমিলিয়ে ৯.৫ ওভারে ৩টি মেডেনসহ ৩০ রানে ৫ উইকেট দখল করেন তিনি।

২১৩ ওয়ানডের ২১০ ইনিংসে হাত ঘোরানো সাকিবের উইকেট এখন ২৭৪টি। তার গড় ২৯.৪৪। তিনি ৪ উইকেট নিয়েছেন নয়বার, ৫ উইকেট ৩ বার। তার সেরা বোলিং নৈপুণ্য ছিল ২০১৯ সালের বিশ্বকাপে, আফগানিস্তানের বিপক্ষে। ওই ম্যাচে ২৯ রানে ৫ উইকেট পেয়েছিলেন তিনি।

পেসার মাশরাফি ২২০ ম্যাচের ২২০ ইনিংসে ৩২.৯৩ গড়ে পেয়েছেন ২৭০ উইকেট। তবে বাংলাদেশের জার্সিতে তার উইকেট ২৬৯টি। এশিয়া একাদশের হয়ে বাকি উইকেটটি নিয়েছিলেন তিনি।

এএন/০৩