বাংলাদেশের বিশাল জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

খেলা ডেস্ক


জুলাই ১৬, ২০২১
০৮:২৬ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৬, ২০২১
০৮:২৬ অপরাহ্ন



বাংলাদেশের বিশাল জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন
বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ


হারারেতে বাংলাদেশ-জিম্বাবুয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি ম্যাচে বিশাল ব্যবধানে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রসঙ্গত, একমাত্র টেস্ট ম্যাচের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতেও বাংলাদেশের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে।

ব্যাটিংয়ে লিটন দাস ও বোলিংয়ে আলো ছড়ালেন সাকিব। এ দুই তারকার নৈপুণ্যে ১৫৫ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ।

টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে ২৭৬ রান করে বাংলাদেশ। এর মধ্যে লিটন দাস করেন ১০২ রান। 

২৭৭ রানের লক্ষ্য তাড়ায় সাকিবের ঘূর্ণিতে ২৮.৫ ওভারে ১২১ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। সাকিব মাত্র ৩০ রান দিয়ে ৫ উইকেট শিকা করে বিশাল জয়ে বিশেষ ভূমিকা রাখেন। 

এএন/০৫