খেলা ডেস্ক
জুলাই ১৭, ২০২১
০৭:৩২ অপরাহ্ন
আপডেট : জুলাই ১৭, ২০২১
০৭:৩৩ অপরাহ্ন
এভিন লুইসের বিধ্বংসী ব্যাটিং আর ক্রিস গেইলের ইয়র্কারে ঘায়েল হয়েছে অস্ট্রেলিয়া। ব্যাটিং গড়ে দিল বড় স্কোরের ভিত্তি। শেলডন কটরেল আর আন্দ্রে রাসেল সময়মতো এনে দিলেন উইকেট। চমক হয়ে এলেন ক্রিস গেইল। গতিময় অফ স্পিন আর ফুল লেংথ ডেলিভারিতে রাশ টানলেন রানের গতিতে। সব মিলিয়ে শেষটাও জয়ে রাঙাল ওয়েস্ট ইন্ডিজ।
টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৬ রানে হারাল ওয়েস্ট ইন্ডিজ। পাঁচ ম্যাচের সিরিজ ক্যারিবিয়ানরা জিতে নিল ৪-১ ব্যবধানে।
সেন্ট লুসিয়ায় বাংলাদেশ সময় শনিবার সকালের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে করে ১৯৯ রান। ওপেনার লুইস খেলেন ৩৪ বলে ৭৯ রানের বিধ্বংসী ইনিংস।
অস্ট্রেলিয়া রান তাড়ায় ১০ ওভার পর্যন্ত লড়াইয়ে থেকেও পরে পথ হারিয়ে যেতে পারে ১৮৩ পর্যন্ত। ওয়েস্ট ইন্ডিজের কটরেল ও রাসেল নেন তিনটি করে উইকেট।
উইকেট না পেলেও ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে রান আটকে রেখে বড় ভূমিকা রাখেন গেইল। তার একের পর এক জোরের ওপর করা ইয়র্কারে রান নিতে পারেনি অস্ট্রেলিয়ানরা। ৩ ওভারে তিনি দেন কেবল ৯ রান।
সংক্ষিপ্ত স্কোর :
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৯৯/৮ (ফ্লেচার ১২, লুইস ৭৯, গেইল ২১, সিমন্স ২১, পুরান ৩১, ওয়ালশ ১২*, কটরেল ১*; জ্যাম্পা ৪-০-৩০-২, সোয়েপসন ৩-০-৪১-১, টাই ৪-০-৩৭-৩, মার্শ ২-০-১২-২)।
অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৮৩/৯ ( ফিঞ্চ ৩৪, মার্শ ৩০, ওয়েড ২৬, টাই ১৫, সোয়েপসন ১৪*, হেইজেলউড ১৩*; কটরেল ৪-০-২৮-৩, রাসেল ৪-০-৪৩-৩, ওয়ালশ ৪-০-৪৩-১, গেইল ৩-০-৯-০)।
এএন/০২