ক্রীড়া প্রতিবেদক
জুলাই ১৮, ২০২১
০১:৩১ অপরাহ্ন
আপডেট : জুলাই ১৮, ২০২১
০১:৩১ অপরাহ্ন
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতে নিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচের শুরুতেই বাংলাদেশ ব্যাটিং বিপর্যয়ে পড়লেও সাকিব আল হাসানের ব্যাটিং নৈপুণ্যে ৩ উইকেটের জয় পায় বাংলাদেশ।
দ্বিতীয় ওয়ানডেতে ৩৫ ওভারে ১৫৭ রান তুলতেই সাজঘরে ফিরে গেছেন প্রথম ছয় ব্যাটসম্যান। তামিম ইকবাল (২০), লিটন দাস (২১), মোহাম্মদ মিঠুন (২), মোসাদ্দেক হোসেন (৫), মাহমুদুল্লাহ রিয়াদ (২৬) ও মেওেহদি হাসান মিরাজ (৬) কেউই তাদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে একাই লড়াই করছেন সাকিব আল হাসান। শেষ পর্যন্ত সাকিব ১০৯ বলে ৯৬ রানে অপরাজিত থেকে সিরিজ জয় নিশ্চিত করেন। অষ্টম উইকেটে সাইফুদ্দিনকে নিয়ে ৬৯ রানের জুটি গড়েন সাকিব। সাইফুদ্দিন অপরাজিত থাকেন ২৮ রানে। সাকিব হন ম্যাচ সেরা।
আজ রবিবার (১৮ জুলাই) হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টস জিতে ব্যাটিং বেছে নেয় জিম্বাবুয়ে। নির্ধারিত ৫০ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ২৪০ রান। শুরুতেই তাসকিন-মিরাজের জোড়া আঘাতে বিধ্বস্ত হয় জিম্বাবুয়ে। তবে শুরুর সেই ধাক্কা কাটিয়ে উঠে স্বাগতিকরা।
প্রথম ওভারেই হারায় তিনাশের উইকেট। দলীয় ৩৩ রানে দ্বিতীয় আঘাত। এবার আরেক ওপেনার মারুমণিকে বোল্ড করেন মিরাজ। শুরুতেই দুই ওপেনারকে হারানোর পর চাপ সামাল দেয়ার কাজটা ভালোভাবেই করছিলেন জিম্বাবুয়ের দুই অভিজ্ঞতম ব্যাটসম্যান ব্রেন্ডন টেলর ও রেগিস চাকাভা। শেষ পর্যন্ত শরীফুলের ৪ উইকেটে জিম্বাবুয়ের মাঝারি স্কোর দাঁড়ায়।
জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান আসে ওয়েসলি মাদেভেরির ব্যাট থেকে। এছাড়া অধিনায়ক টেলর করেন দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান।
সফরকারী বাংলাদেশের পক্ষে শরিফুল ইসলাম ১০ ওভারে ৪৬ রান দিয়ে ৪ উইকেট নিয়ে সেরা বোলার। এছাড়া সাকিব ২টি, তাসকিন, সাইফুদ্দিন ও মিরাজ ১টি করে উইকেট লাভ করেন।
এএন/০৫