পাকিস্তানকে হারিয়ে সিরিজ সমতায় ইংল্যান্ড

খেলা ডেস্ক


জুলাই ১৯, ২০২১
০১:১৮ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৯, ২০২১
০১:১৮ অপরাহ্ন



পাকিস্তানকে হারিয়ে সিরিজ সমতায় ইংল্যান্ড
ইংল্যান্ড-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ


দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানকে বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজ সমতায় ফিরছে ইংল্যান্ড।

রবিবার হেডিংলিতে পাকিস্তানকে ৪৫ রানের ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে এক বল বাকি থাকতে ২০০ রান করে অলআউট হয় তারা। জবাবে নির্ধারিত ২০ ওভারে ১৫৫ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। 

ইংল্যান্ডের ছুঁড়ে দেওয়া বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও অধিনায়ক বাবর আজম গড়েন ৫০ রানের জুটি। কিন্তু এ জুটি ভাঙতেই আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে তারা। বলার মতো আর কোনো জুটিই গড়ে ওঠেনি।

ইংলিশদের পক্ষে ৩৩ রানে ৩টি উইকেট পান সাকিব মাহমুদ। এছাড়া ২টি করে উইকেট নেন আদিল রশিদ ও মইন আলী।

এর আগে টস হেরে ব্যাট করতে নামা ইংল্যান্ড দলীয় ১৮ রানেই দুই উইকেট হারায়। তবে তৃতীয় উইকেটে মইন আলীর ঝড়ো ব্যাটিংই ম্যাচের হাল ঘুরিয়ে দেয়। অধিনায়ক জস বাটলারের সঙ্গে গড়েন ৬৭ রানের জুটি।

এরপর মইন আউট হলে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান লিয়াম লিভিংস্টোনকে নিয়ে ৫২ রানের  জুটি গড়ে আউট হন অধিনায়ক বাটলার। পরে লেজের ব্যাটসম্যানদের ছোট ছোট ইনিংসে দলীয় সংগ্রহ ঠিকই দুইশর কোটা স্পর্শ করে।

দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করেন বাটলার। ৩৯ বলে ৭টি চার ও ২টি ছক্কায় এই রান করেন উইকেটরক্ষক ব্যাটসম্যান। ২৩ বলে ৩৮ রান করেন লিভিংস্টোন। তবে সবচেয়ে বেশি তাণ্ডব দেখান মইন। ১৬ বলে ৬টি চার ও ১তি ছক্কায় করেন ৩৬ রান।

পাকিস্তানের পক্ষে ৫১ রানের খরচায় ৩ উইকেট পান মোহাম্মদ হাসনাইন। ২টি করে উইকেট নেন ইমাদ ওয়াসিম ও হারিস রৌফ।

এএন/০৩