অনলাইনে 'জুড়ীরসময়'র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি


জুলাই ২৪, ২০২১
১১:৫৮ অপরাহ্ন


আপডেট : জুলাই ২৪, ২০২১
১১:৫৮ অপরাহ্ন



অনলাইনে 'জুড়ীরসময়'র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ঈদুল আজহা উপলক্ষে মৌলভীবাজারের জুড়ী উপজেলার পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল 'জুড়ীরসময়'র উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২২ জুলাই) রাত ৯টায় অনলাইনে (জুম প্লাটফর্মে) এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ। বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ও জুড়ীরসময়'র উপদেষ্টা সম্পাদক আব্দুস সামাদ রাজু। 

জুড়ীরসময়'র সহযোগী সম্পাদক সাইফুল্লাহ হাসানের সঞ্চালনায় ও সম্পাদক আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জুড়ীরসময়'র নির্বাহী সম্পাদক মেহেদী হাসান মারুফ। পাঠকদের মধ্য থেকে শুভেচ্ছা বক্তব্য দেন ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহি। 

এর আগে রাত ৯টায় অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। তেলাওয়াত করেন জুড়ীরসময়'র বিশেষ প্রতিনিধি আদিল আব্দুল্লাহ। পরে বেসিক জার্নালিজম বিষয়ে ক্লাস নেন জুড়ীরসময়'র সম্পাদক আশরাফ আলী। ক্লাসে সাংবাদিকতার বিভিন্ন বিষয় তুলে ধরেন তিনি।


এসএইচ/আরআর-০৫