ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারাল পাকিস্তান

খেলা ডেস্ক


আগস্ট ০১, ২০২১
০২:১৭ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ০১, ২০২১
০২:১৭ পূর্বাহ্ন



ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারাল পাকিস্তান
টি-টোয়েন্টি সিরিজ

শিমরন হেটমায়ারের উইকেট পাওয়ার পর অভিষিক্ত মোহাম্মদ ওয়াসিমের উদযাপন।


দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারিয়েছে পাকিস্তান। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয়টি জিতে চার ম্যাচ সিরিজে এগিয়ে গেল সফরকারীরা।

শনিবার গায়ানায় অধিনায়ক বাবরের ফিফটিতে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৫৭ রান করেছিল পাকিস্তান। রান তাড়ায় ধুঁকতে থাকা ক্যারিবিয়ানরা পুরানের ৩৩ বলে ৬২ রানের পরও থামে ১৫০ রানে। বোলিংয়ে পাকিস্তানের হয়ে সবচেয়ে বড় অবদান অভিজ্ঞ মোহাম্মদ হাফিজের। অফ স্পিন বল করে ৪ ওভারে মাত্র ৬ রান দিয়েছেন তিনি। নিয়েছেন ১ উইকেটও।

গায়ানার উইকেট ঐতিহাসিকভাবেই স্পিনারাও সহায়তা পান। ১৫৮ রানের লক্ষ্যে নামা ক্যারিবিয়ানদের স্পিন ফাঁদে ফেলতে প্রথম ওভারেই বল করতে আসেন হাফিজ। দ্বিতীয় বলেই তুলে নেন আন্দ্রে ফ্লেচারকে। এরপর ক্রিস গেইল-এভিন লুইস দুই বাঁহাতির জন্য হাফিজ হয়ে উঠেন কঠিন চ্যালেঞ্জ। দুজনকে ক্রিজে আটকে একের পর এক ডট বল আদায় করেন তিনি। প্রথমে টানা তিন ওভারে মাত্র ৫ রান দেওয়া হাফিজ ইনিংসে নিজের শেষ ওভারে দেন মাত্র ১ রান।  

২০ বলে ১৬ রান করা গেইল ফিরেন হাসান আলির পেসে বোল্ড হয়ে। ১৮ বলে ১৭ করা হেটমায়ারকে একইভাবে ক্রিজ ছাড়ান অভিষিক্ত পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। ৩৩ বলে ৩৫ রান করে আঘাত পেয়ে মাঠ ছাড়েন লুইস।

এরপর পুরান ঝড় তুললেও পোলার্ড সুবিধা করতে পারেননি। ৬৪ রানের জুটির ৪৮ রানই আসে পুরানের ব্যাট থেকে। ম্যাচটা শেষ ওভারের একটা রোমাঞ্চে নিয়ে গিয়েছিলেন পুরান। কিন্তু নিজে স্ট্রাইক রাখতে গিয়ে বল নষ্ট করে পুরানের জন্যও কাজটা কঠিন তুলেন ১৪ বলে ১৩ করা পোলার্ড।

এএন/০৩