খেলা ডেস্ক
আগস্ট ০২, ২০২১
০১:২২ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ০২, ২০২১
০১:২২ পূর্বাহ্ন
আইসোলেশন শেষে অনুশীলনে ফিরছে রিয়াদ-সাকিবরা। - ছবি-বিসিবি
সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার রাতে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।
পাঁচ ম্যাচ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার। সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে পরের দিন বুধবার। একদিন বিরতি দিয়ে তৃতীয়টি হবে শুক্রবার (৬ আগস্ট)। পরদিন (৭ আগস্ট) হবে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ। এরপর একদিন বিরতি দিয়ে সোমবার (৯ আগস্ট) হবে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি। সবগুলো ম্যাচ হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আর শুরু হবে সন্ধ্যা ৬টায়।
স্কোয়াডে থাকার সুযোগ না থাকায় দলে নেই অভিজ্ঞ খেলোয়াড় মুশফিকুর রহিম, লিটন দাস ও আমিনুল ইসলাম বিপ্লব। চোটের কারণে খেলতে পারছেন না ওপেনার তামিম ইকবাল।
বাংলাদেশ দল : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত ও রুবেল হোসেন।
এএন/০১