খেলা ডেস্ক
আগস্ট ০৩, ২০২১
১২:১৪ অপরাহ্ন
আপডেট : আগস্ট ০৩, ২০২১
০৩:০১ অপরাহ্ন
টসে হেরে প্রথম ব্যাট করে বাংলাদেশ ৭ উইকেটে ১৩১ রান করেছে। সফরকারী অস্ট্রেলিয়া জয়ের জন্য টার্গেট পেল ১৩২ রানের।
মিরপুর শের-ই- বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে আজ মঙ্গলবার টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। মিচেল স্টার্কের করা ইনিংসের দ্বিতীয় বলে ছক্কা মেরে নিজের ও দলের রানের খাতা খোলন নাঈম শেখ। ওই ওভারে আর কোনো রান দেননি স্টার্ক। পরের ওভারে হ্যাজেলউড দেন ২ রান। চতুর্থ ওভারের তৃতীয় বলে সৌম্য সরকারকে বোল্ড করে দেন জোস হ্যাজেলউড।
২৯ বলে ২ চার ২ ছক্কায় ৩০ রান করে আউট হন নাঈম। ৩৭ রানে দ্বিতীয় উইকেট পতনের পর ইনিংস মেরামতের দায়িত্ব নেন সাকিব আর মাহমুদউল্লাহ রিয়াদ। ৩১ বলে ৩৬ রান তোলা এই জুটি ভাঙে রিয়াদের বিদায়ে।হ্যাজেলউডের বলে হেনরিকসের তালুবন্দি হন ২০ বলে ১ ছক্কায় ২০ রান করা মাহমুদউল্লাহ।
হ্যাজেলউডের বলে ৩৩ বলে ৩ চারে ৩৬ রানে ফিরেন সাকিব। দুর্দান্ত খেলা আফিফকে শেষ ওভারের চতুর্থ বলে বোল্ড করেছিলেন স্টার্ক। কিন্তু আম্পায়ার নো বল ডাকেন। ফ্রি হিটেও ক্যাচ দিয়েছিলেন আফিফ। ইনিংসের শেষ বলে ১৭ বলে ৩ চারে ২৩ রান করা আফিফকে বোল্ড করেন স্টার্ক। বাংলাদেশ থামে ৭ উইকেটে ১৩১ রান
এএন/০৪