ভারত-ইংল্যান্ডের ম্যাচে শুরু হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপ

খেলা ডেস্ক


আগস্ট ০৪, ২০২১
০৬:৪১ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ০৪, ২০২১
০৬:৪৩ পূর্বাহ্ন



ভারত-ইংল্যান্ডের ম্যাচে শুরু হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপ

টেস্ট সিরিজের ট্রফি নিয়ে দুই দলের অধিনায়কের ফটো সেশন।


ক্রিকেটের মোড়ল খ্যাত দুই দেশ ইংল্যান্ড ও ভারতের ম্যাচ দিয়ে আজ বুধবার (৪ আগস্ট) শুরু হচ্ছে ২০২১-২৩ মৌসুমের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ । নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে রবি শাস্ত্রীর শিষ্যরা। ম্যাচটি শুরু হবে বিকাল ৪টায়।

টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় মৌসুম এটি। প্রথম মৌসুমের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়  নিউজিল্যান্ড। 

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচকে সামনে রেখে ইংল্যান্ডের পেস বোলার জেমস অ্যান্ডারসন গুরুত্বপূর্ণ এক বিষয়কে সামনে নিয়ে এসেছেন। শেষবার ইংল্যান্ড যখন ভারতে সিরিজ খেলতে এসেছিল, তখন নরেন্দ্র মোদি স্টেডিয়ামের উইকেট ছিল একেবারেই খেলার অনুপযোগী। তার সুর ধরেই অনেকটা মজা করে অ্যান্ডারসন বলেছেন, আমরাও যদি পিচে ঘাস বা এ জাতীয় কিছু রেখে দিই তা হলে বিরাট কোহলিা হয়তো কিছু মনে করবে না। তারা স্বাগতিক হওয়ার সুবিধা নিয়েছিল, আমরাও তাহলে নিতে পারি।

ভারতের আজিঙ্কা রাহানের বক্তব্যে উঠে এসেছে তাদের ব্যাটিং গভীরতার কথা। তিনি বলেন, প্রয়োজনে সার্দুল ঠাকুরও ব্যাট করতে পারবে, আপনারা তা দেখেছেনও। অস্ট্রেলিয়ায় সিরিজ জয়ে বলের পাশাপাশি ব্যাট হাতেও ওর অনেক গুরুত্বপূর্ণ অবদান ছিল।

টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম মৌসুমের তুলনায় এ মৌসুমে বেশ কিছু নিয়মে বদল এসেছে। পুরান নিয়মানুযায়ী পাঁচ ম্যাচ সিরিজের কোনো টেস্টে জয় পেলে দেওয়া হতো ২৪ পয়েন্ট, পুরো সিরিজে পয়েন্ট বরাদ্দ ছিল ১২০। নতুন নিয়ম অনুযায়ী প্রতিটি সিরিজে একটি ম্যাচের জন্য ১২ পয়েন্ট বরাদ্দ, পাঁচ ম্যাচের সিরিজ হলে মোট পয়েন্ট ৬০। ম্যাচ ড্র হলে উভয় দল ৪ পয়েন্ট করে পাবে, টাই হলে পাবে ৬ পয়েন্ট করে।

২০১৯-২১ মৌসুমে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিল ভারত। শিরোপার স্বাদ আর নেয়া হয়নি ভিরাট কোহলির দলের। গত জুনে সাউদাম্পটনের সেই ফাইনালে ৮ উইকেটে জয় পায় কেন উইলিয়ামস বাহিনী। পরপর দুটি ফাইনালে এসে অবশেষে সফল হয় ব্লাক ক্যাপস দল। দুই ইনিংসে ৭ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন কাইলে জেমিসন।

এএন/০৩