বাংলাদেশের সামনে লক্ষ্য ১২২

খেলা ডেস্ক


আগস্ট ০৪, ২০২১
১১:৪৩ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ০৪, ২০২১
০২:১৭ অপরাহ্ন



বাংলাদেশের সামনে লক্ষ্য ১২২

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২১ রান করে সফরকারী অস্ট্রোলিয়া। তাই বাংলাদেশকে জিততে হলে করতে হবে ১২২ রান। প্রথম ম্যাচে ২৩ রানে জয় পাওয়া বাংলাদেশ এই ম্যাচে জয় পাবে কি না সেটাই এখন দেখার বিষয়।

বুধবার (৪ আগস্ট) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি অস্ট্রেলিয়ার দুই ওপেনার অ্যালেক্স ক্যারি ও জশ ফিলিপে। ম্যাচের দ্বিতীয় ওভারেই শেখ মেহেদীর বলে প্যাভিলিয়নে ফিরে যায় অ্যালেক্স ক্যারি। প্রথম ম্যাচেও ক্যারির উইকেট নিয়েছিলো মেহেদী। আউট হওয়ার আগে এই ওপেনার করে ১ বলে ১১ রান।

এরপর অজি শিবিরে দ্বিতীয় আঘাত হানে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। টাইগার এই পেসার সরাসরি বোল্ড করে সাজঘরে পাঠায় জশ ফিলিপেকে। যার ফলে দলীয় ৩১ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পরে অস্ট্রেলিয়া। তবে ক্রিজে এসে দলের রানের চাকা সচল করে মিচেল মার্শ ও মোয়াসেস হেনরিকস।

কিন্তু ইনিংস বড় করতে ব্যর্থ ছিলো হেনরিকস। সাকিবের বলে সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফিরে যায় মোয়াসেস হেনরিকস। আউট হওয়ার আগে এই ব্যাটসম্যান করেন ২৫ বলে ৩০ রান। এদিকে হেনরিকস আউট হলে দলের প্রয়োজনে স্কোড় বোর্ডে রান যোগ করতে থাকে মিচেল মার্শ। হাফ সেঞ্চুরির দারপ্রন্তে থাকা এই ব্যাটসম্যানকে আউট করে শরিফুল ইসলাম। প্যাভিলিয়নে ফেরার আগে তিনি করেন ৪২ বলে ৪৫ রান। ১৭ তম ওভারে মোস্তাফিজের জোরা আঘাতে ব্যাটিং বিপর্যয়ে পরে অস্ট্রোলিয়া। যার ফলে শেষ পর্যন্ত অজিরা স্কোর বোর্ডে যোগ করে ১২১ রান।

আরসি-১০