জিম্বাবুয়েতে বসেই অস্ট্রেলিয়া বধের ছক কষেছিল বাংলাদেশ

খেলা ডেস্ক


আগস্ট ০৬, ২০২১
০৫:৪২ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০৬, ২০২১
০৫:৪২ অপরাহ্ন



জিম্বাবুয়েতে বসেই অস্ট্রেলিয়া বধের ছক কষেছিল বাংলাদেশ

চলতি বছরের শেষের দিকে বসবে টি-টোয়েন্টি ক্রিকেটের বিশ্বকাপ। তার আগে আন্তর্জাতিক ক্রিকেটে বেশ ব্যস্ত সূচি। ব্যস্ততায় সময় কাটছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলেরও। জিম্বাবুয়ে সফর শেষ করতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামতে হয়েছে টাইগারদের। দেশে ফিরে নিজেদের প্রস্তুত করার খুব বেশি সুযোগ পাননি সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদরা।

দীর্ঘদিন পর অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ। তার উপর প্রথমবার টি-টোয়েন্টি ফরম্যাটে অজিদের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের কোনও সুখস্মৃতি নেই টাইগারদের। এজন্য এই সিরিজকে পাখির চোখ করেছিল স্বাগতিকরা। জিম্বাবুয়ে বসেই অজি বধের ছক কষে বাংলাদেশ দল।

সিরিজ জয়ের পর সে কথায় জানালেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, ‘জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি সিরিজ শেষে আমরা কথা বলছিলাম এই সিরিজ নিয়ে। আমাদের পরিকল্পনা ছিল ভালো কিছু করে দেখানোর। যদিও র‍্যাঙ্কিং আমাদের পক্ষে কথা বলে না, কিন্তু আমরা সবসময়ই মনে করি আমরা এই সংস্করণেও ভালো দল। আমাদের কেবল দরকার ছিল ভালো পরিকল্পনা করে সেটা মাঠে দেখানো এবং আমরা তা পেরেছি।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ ২৩ রানে জেতে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জয় আসে ৫ উইকেটে। শুক্রবার তৃতীয় ম্যাচ ১০ উইকেটে জিতে ২ ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের উল্লাসে মাতে টাইগাররা। ম্যাচ শেষে পুরষ্কার প্রদান অনুষ্ঠানে দাঁড়িয়ে সতীর্থদের প্রশংসা বন্যায় ভাসালেন রিয়াদ।

টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘গুরুত্বপূর্ণ সময়ে ছেলেরা বুক চিতিয়ে লড়েছে। আজ আমাদের ছেলেরা যেভাবে লড়াই করেছে তা অসাধারণ। আমি খুবই খুশি।’

আরসি-০২