খেলা ডেস্ক
আগস্ট ০৯, ২০২১
১১:৪৮ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ০৯, ২০২১
০২:৩৬ অপরাহ্ন
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) ‘প্লেয়ার অব দ্য মান্থ’ অর্থাৎ মাস সেরা মনোনয়ন পেয়েছেন তিনজন। তাদের একজন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। জুলাই মাসের পারফরমেন্স বিবেচনায় তার সঙ্গে মনোনয়নপ্রাপ্ত বাকি দুইজন হলেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ এবং ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালশ।
এখন সাকিবকে ভোট দিতে হলে যেতে হবে আইসিসির লিংকে। ভোট নিশ্চিত করতে ক্লিক করতে হবে সাকিবের ছবির নিচে থাকা ‘ভোট’ লেখায়। নিজের নাম ও ইমেইল আইডি দিলেই ভোট কনফার্ম হয়ে যাবে।
গত জুনে বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো ‘প্লেয়ার অব দ্য মান্থ’ মনোনয়ন পান মুশফিকুর রহিম। সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন এই তারকা উইকেট রক্ষক-ব্যাটসম্যান।
চলতি বছরের জানুয়ারি মাস থেকে ক্রিকেটারদের উৎসাহ যোগাতে নতুন এই আয়োজন নিয়ে আসে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। যেখানে তিনজন মনোনয়নপ্রাপ্ত খেলোয়াড়ের একজন আইসিসির বিশেষজ্ঞ প্যানেলের ৯০ শতাংশ এবং সমর্থকদের ভোটের ১০ শতাংশ বিবেচনায় মাসের সেরা খেলোয়াড় নির্বাচন করা হয়।
ভোট দিতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.icc-cricket.com/awards/player-of-the-month/mens-player-of-the-month
এএন/০৩