উপাচার্যের বাসভবনে বিদ্যুৎ সংযোগ চালু

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ২৫, ২০২২
১২:৫৮ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ২৫, ২০২২
০২:০০ পূর্বাহ্ন



উপাচার্যের বাসভবনে বিদ্যুৎ সংযোগ চালু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদের বাসায় বিদ্যুৎ সংযোগ চালু হয়েছে। আজ সোমবার (২৪ জানুয়ারি) মধ্যরাতে বিদ্যুৎ সংযোগ ফিরেছে বলে জানা যায়।

বিষয়টি মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের নিশ্চিত করেছেন। 

তিনি সিলেট মিররকে বলেন, 'রাত বারোটার দিকে শিক্ষার্থীরাই ভিসির বাসভবনের বিদ্যুৎ সংযোগ চালু করেন। কারণ শিক্ষার্থী ছাড়া বহিরাগত কেউ ক্যাম্পাসে প্রবেশ নিষেধ। তাই তারাই এই সংযোগ স্থাপন করেন।'

সোমবার দিবাগত রাতে বিদ্যুৎ সংযোগ পুরায় চালু করে বলে জানান আন্দোলনকারী শিক্ষার্থী মুহাইমিনুল বাসার রাজ। 

তিনি বলেন, ভিসির বাস ভবনের বিদ্যুৎ লাইনের সঙ্গে অর্ধশতাধিক স্টাপের বাড়ি রয়েছে। এতে তাদের বাড়িতে অনেক মানুষ অসুস্থ রয়েছে বলে আমাদের জানায়। তাই আমরা মানবিক দিক বিবেচনা করে আমরা এ পদক্ষেপ নিয়েছি। এছাড়া আমরা কোন অহিংস আন্দোলনে যেতে চাই না। তাই পুনরায় বিদ্যুৎ সংযোগ চালু করে দেওয়া হয়েছে।

জানা যায়, এর আগে রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপাচার্যের বাস ভবনের সংযোগ বিচ্ছিন্ন করে আন্দোলনকারীরা। এতে ২৯ ঘণ্টা পরে এ সংযোগ পুনরায় চালু করা হয়।

এনএইচ/আরসি-০১