ঢাকায় আটক শাবির সাবেক ৫ শিক্ষার্থীকে জালালাবাদ থানায় জিজ্ঞাসাবাদ

শাবিপ্রবি প্রতিনিধি


জানুয়ারি ২৫, ২০২২
০৮:০০ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ২৫, ২০২২
০৮:০১ অপরাহ্ন



ঢাকায় আটক শাবির সাবেক ৫ শিক্ষার্থীকে জালালাবাদ থানায় জিজ্ঞাসাবাদ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ৫ শিক্ষার্থীকে ঢাকায় আটক করে সিলেট মহানগর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জালালাবাদা থানায় নিয়ে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ওই পাঁচজনকে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশ কমিশনার নিশারুল আরিফ।

তিনি বলেন, ‘ঢাকায় আটক ৫ জনকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। উপাচার্যের পদত্যাগের দাবিতে চলা শিক্ষার্থীদের আন্দোলনে অর্থ জোগান দেওয়ার বিষয়ে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি।’

আটক পাঁচজন হলেন, হাবিবুর রহমান স্বপন, রেজা নূর মঈন দীপ, নাজমুস সাকিব দ্বীপ, এ কে এম মারুফ হোসেন ও ফয়সাল আহমেদ।

এর মধ্যে হাবিবুর বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ থেকে ২০১২ সালে পাস করেছেন। একই বছর আর্কিটেকচার বিভাগ থেকে পাস করেছেন রেজা নূর মঈন দীপ ও নাজমুস সাকিব দ্বীপ।

আরসি-১০