গুরমার হাওরে পানি আটকানোর চেষ্টা, ডুবছে ফসল

আবির হাসান মানিক, তাহিরপুর প্রতিনিধি


এপ্রিল ১৭, ২০২২
০৮:৩৪ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৭, ২০২২
০৯:৩০ পূর্বাহ্ন



গুরমার হাওরে পানি আটকানোর চেষ্টা, ডুবছে ফসল

পাহাড়ি ঢলের পানিতে পাটলাই নদীর পানি বৃদ্ধি পেয়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার গুরমার হাওরের বাঁধ ভেঙে পানি ঢুকছে।

আজ রবিবার (১৭ এপ্রিল) সকাল ৮টার দিকে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার সংলগ্ন এলাকায় বাঁধে ফাটল দেখা দেয়। এবং বর্ধিত গুরমার ২৬ ও ২৭ নং প্রকল্পটি দেবে গ্রামগুলোতে পানি ঢুকছে।

বর্ধিত গুরামা হাওরের ফসল রক্ষা বাঁধের কাজে তদারকিতে নিয়োজিত শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের ইউপি সদস্য মিছবাহ উদ্দিন পলাশ জানান, এভাবে হাওরে পানি প্রবেশ করতে থাকলে বর্ধিত গুরমা হাওর অংশের খাউজ্যাউরি, নোয়াল, আইন্যা, কলমা ও গলগলিয়া ও ধর্মপাশা উপজেলার বংশীকুন্ডা এলাকার হাওরগুলোর ফসলি জমিও ডুবে যাবে।

শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মুরাদ সিলেট মিররকে বলেন, গত দুই সপ্তাহ ধরে হাওরের ঝুকিপূর্ণ বাঁধগুলোতে আমরা দিনরাত কাজ করে যাচ্ছি। বাঁধ রক্ষার কাজ করতে গিয়ে এখানকার স্থানীয়রা ও আমি নিজেও হাঁপিয়ে উঠেছি। এখন আমরা অসহায়। গতকাল রাত থেকে বর্ধিত গুরমার ২৬ ও ২৭ নং প্রকল্পটি দেবে গেছে। স্থানীয়রা এ দুটি বাঁধ নিয়ে আতংকে রয়েছেন। এখানে যেকোনো সময় খারাপ কিছু ঘটতে পারে। 

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির জানান, খবর পেয়ে সকাল আটটার দিকে সেখানে যায়। পাটলাই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় অবস্থা এখন খারাপের দিকে যাচ্ছে। ওয়াচ টাওয়ারসংলগ্ন বাঁধে মাটি ও বাঁশের চাটাই দিয়ে পানি আটকানোর চেষ্টা চলছে।




এ এইচ/বি এন-১৪