সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ০৩, ২০২২
০১:৪৮ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৩, ২০২২
০১:৫৯ পূর্বাহ্ন
সিলেটের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মুহিবুর রহমান একাডেমি এ বছরের এসএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন করেছে। জাতীয় পাঠ্যক্রমের বাংলা ও ইংরেজি উভয় ভার্সনে পরীক্ষা দিয়ে জিপিএ-৫ সহ সকল শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
সিলেট নগরের ৪৫ পায়রা, দরগাহ মহল্লায় অবস্থিত মুহিবুর রহমান একাডেমি প্রতিষ্ঠার পর থেকে পাবলিক পরীক্ষাগুলোতে ধারাবাহিকভাবে ভালো ফল অর্জন করে আসছে। খেলার মাঠ, সুইমিং পুল, জিমনেশিয়ামসহ সর্বাধুনিক ডিজিটাল এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যাপক মোহাম্মদ মুহিবুর রহমান এসএসসির ফল প্রকাশের পর ক্যাম্পসে এসে শিক্ষার্থীদের মিষ্টিমুখ করান এবং তিনি তাদের উত্তরোত্তর সফলতা কামনা করেন। ছুটে আসেন অভিভাবকরাও।
আসেন সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বুলবুল ও সিলেট কমার্স কলেজের শিক্ষকগণ। উপস্থিত অভিভাবকরা সন্তুষ্টি প্রকাশ করে একাডেমির পাঠদানের প্রশংসা করেন। একাডেমির চেয়ারম্যান ছাড়াও শিক্ষার্থী-অভিভাবকের আনন্দ-উল্লাসে যোগ দেন রেক্টর সালমা খানম চৌধুরী, অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিন, উপাধ্যক্ষ মো. ইমদাদ উদ্দিনসহ একাডেমির শিক্ষক-শিক্ষিকাগণ।
এএন/০১