ফিলিস্তিনের পতাকা নিয়ে জয় উদযাপন মরক্কোর

খেলা ডেস্ক


ডিসেম্বর ০৭, ২০২২
০২:০১ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৭, ২০২২
০২:০১ পূর্বাহ্ন



ফিলিস্তিনের পতাকা নিয়ে জয় উদযাপন মরক্কোর

শুরু থেকে শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস ফুটবল। একবার স্পেন আক্রমণ করছে, একটু পরেই মরক্কো। ১২০ মিনিট খেলেও নির্ধারিত হয়নি ম্যাচের ভাগ্য। শেষ পর্যন্ত টাইব্রেকারে স্পেনকে ৩-০ হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেল মরক্কো। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো শেষ আটে গেলো মুসলিম দেশটি।

এমন দিনে  উদযাপনে তারে সঙ্গী হলো ফিলিস্তিনি। ম্যাচ ফিলিস্তিনের পতাকা হাতে জয় উদযাপন করেন মরক্কোর ফুটবলাররা। যেন বিশ্বকে বার্তা দিলেন, স্বাধীন ফিলিস্তিন চাই।

ম্যাচটি ছিল যেন টিকিটাকা বনাম দ্রুতগতির পাল্টা আক্রমণের লড়াই। তাতে নির্ধারিত ৯০ মিনিটে গোল পায়নি কোনও দলই। স্পেনের একের পর এক আক্রমণ মুখ থুবড়ে পড়েছে মরোক্কান ডিফেন্সের সামনে। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানের হয়নি মীমাংসা। ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

বিশ্বকাপের আগে থেকেই শিষ্যদের এক হাজার করে পেনাল্টি মারতে বলে দিয়েছিলেন এনরিকে। সেই হোমওয়ার্কও কাজে লাগলো না এদিন। পেনাল্টিতে তিনটি শট নিয়ে একটি গোলও করতে পারেননি সাবারিয়া, সোলে ও বুস্কেটস। ফলে টাইব্রেকারে ৩-০ গোলে জিতে নিজেদের ইতিহাসের প্রথমবারের মতো শেষ আটে উঠে মরক্কো। বিদায় ঘণ্টা বাজে অন্যতম ফেভারিট স্পেনের।

অধারিতভাবেই ম্যাচের নায়ক মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনো। টাইব্রেকারে দুটি শট সেভ করেছেন তিনি।


এএফ/০২