ক্রীড়া প্রতিবেদক
জানুয়ারি ২৫, ২০২৩
০৮:৪০ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ২৫, ২০২৩
০৮:৪০ পূর্বাহ্ন
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা সিলেট স্ট্রাইকার্স এখন নিজ শহরে। আগামী ২৭ জানুয়ারি বিপিএল এর চলতি আসরে চতুর্থ পর্বের ম্যাচে সিলেট ভেন্যুতে শুরু হবে। বুধবার (২৫জানুয়ারি) দুপুরে বিমানের একটি ফ্লাইটে ঢাকা থেকে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান মাশরাফী-মুশফিকরা।
তিনটি ভেন্যুর মধ্যে ঢাকা এবং চট্টগ্রাম পর্বে ইতোমধ্যে বিপিএলের খেলা অনুষ্ঠিত হয়েছে। এখন কেবল বাকি সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। সিলেটে আসার পর নগরীর বিভিন্ন এলাকায় সিলেট স্ট্রাইকার্সটিম বাস নিয়ে এক শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শোভাযাত্রাটির আয়োজক করে সিলেট স্ট্রাইকার্সের পার্টনার অরগানাইজেশন, সামাজিক প্ল্যাটফর্ম সেভ সিলেট পরিবার।
বিমান বন্দর থেকে মটরসাইকেল শোভাযাত্রা সহকারে ক্রিকেটারদের শহরে নিয়ে আসা হয়। আগামী শুক্রবার দুপুর ২:৩০ মিনিটে সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে সিলেট পর্বের খেলা।
সাত ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে সিলেট স্ট্রাইকার। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ফরচুন বরিশাল। ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রংপুর রাইডার্স। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে খুলনা টাইগার্স। ৮ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ঢাকা ডমিনেটর। ৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সবার নিচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
সিলেটে পর্ব
২৭ জানুয়ারি - রংপুর রাইডার্স - সিলেট স্ট্রাইকার্স - দুপুর ২:৩০ - সিলেট
২৭ জানুয়ারি - চট্টগ্রাম চ্যালেঞ্জার্স - ফরচুন বরিশাল - সন্ধ্যা ৭.১৫ - সিলেট
২৮ জানুয়ারি - কুমিল্লা ভিক্টোরিয়ান্স - খুলনা টাইগার্স - দুপুর ২:০০ - সিলেট
২৮ জানুয়ারি - চট্টগ্রাম চ্যালেঞ্জার্স - সিলেট স্ট্রাইকার্স - সন্ধ্যা ০৭ টা - সিলেট
৩০ জানুয়ারি - ঢাকা ডমিনেটর - রংপুর রাইডার্স - দুপুর ২.০০ - সিলেট
৩০ জানুয়ারি - খুলনা টাইগার্স - সিলেট স্ট্রাইকার্স - সন্ধ্যা ৭.০০ - সিলেট
৩১ জানুয়ারি - ঢাকা ডমিনেটর - ফরচুন বরিশাল - দুপুর ২.০০ - সিলেট
৩১ জানুয়ারি - কুমিল্লা ভিক্টোরিয়ান্স - খুলনা টাইগার্স - সন্ধ্যা ৭.০০ - সিলেট
এএন/০১