ভোটের শুরু থেকেই সিলেটে কেন্দ্রগুলোতে ভিড়

নিজস্ব প্রতিবেদক


জুন ২১, ২০২৩
১০:০৮ পূর্বাহ্ন


আপডেট : জুন ২১, ২০২৩
১০:১২ পূর্বাহ্ন



ভোটের শুরু থেকেই সিলেটে কেন্দ্রগুলোতে ভিড়


উৎসবমুখর পরিবেশে  সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল চারটা পর্যন্ত। এবার সব কটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ হচ্ছে।

সকালে ভোট শুরুর আগে থেকেই কেন্দ্রে কেন্দ্রে দীর্ঘ লাইন ধরে অপেক্ষা করতে থাকেন ভোটাররা। আবহাওয়ার পূর্ভাবাস থাকলেও এখন পর্যন্ত বৃষ্টি হয়নি।

নির্বাচন কমিশন জানিয়েছে, সিলেট সিটিতে ১৯০টি কেন্দ্রে ১ হাজার ৩৬৪টি বুথে ইভিএমের মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে। এরমধ্যে ১৩২টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ১ হাজার ৭৪৭টি সিসি ক্যামেরা দিয়ে সিলেট সিটির ভোট নির্বাচন ভবন থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে।

সিলেটের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সূত্র অনুযায়ী, নগরের ৪২টি ওয়ার্ডে মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এখানে মেয়র পদে ৮ জন এবং সাধারণ ও সংরক্ষিত আসনে কাউন্সিলর পদে ৩৬০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৯০টি কেন্দ্রে মোট ভোটকক্ষ রয়েছে ১ হাজার ৩৬৪টি। এর মধ্যে ১৩২টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মেয়র প্রার্থীরা হলেন, জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান, বাংলাদেশ আওয়ামী লীগের মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, জাকের পার্টির মো. জহিরুল আলম, স্বতন্ত্র মো. আব্দুল হানিফ, মো. ছালাহ উদ্দিন রিমন, মো. শাহ জাহান মিয়া এবং মোশতাক আহমেদ রউফ মোস্তফা।


এএফ/০২