ভোট দিলেন নৌকার মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক


জুন ২১, ২০২৩
১০:১৭ পূর্বাহ্ন


আপডেট : জুন ২১, ২০২৩
১০:৫১ পূর্বাহ্ন



ভোট দিলেন নৌকার মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান
‘হারলে যিনি জিতবেন উনার বাড়িতে আমি প্রথম ফুল নিয়ে যাবো’: আনোয়ারুজ্জামান


সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, ‘নির্বাচনে জয়ের ব্যাপারে আমি আশাবাদী। জিতলে অত্যন্ত খুশি হবো। পরাজয় যদি হয়, নির্বাচন তো চ্যালেঞ্জিং। নির্বাচনে যদি আমি হেরে যাই, অবশ্যই যিনি জিতবেন উনার বাড়িতে আমি প্রথম ফুল নিয়ে যাবো।’ 

আজ বুধবার (২১ জুন) সিসিক নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে এসে গণমাধ্যমের কাছে প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

সকাল ৮টা ২০ মিনিটে নগরের ৮ নম্বর ওয়ার্ডের পাঠানটুলা শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা কেন্দ্রে তিনি সপরিবারে ভোটাধিকার প্রয়োগ করেন।

এ সময় আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। ইভিএম পদ্ধতিতে ভোট দিলাম। সুন্দর একটি পদ্ধতি। শত শত মানুষ আসছেন, আপনারা সাংবাদিকরা দেখছেন। জয়ের ব্যাপারে আমি অত্যান্ত আশাবাদি, ইনশাল্লাহ।’

ভোটাররা কেন্দ্রে আসবেন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘বিকেল চারটায় ভোটগ্রহণ শেষে যখন ভোট গণনা হবে আমরা আশা করতে পারি বিপুল সংখ্যক ভোট পড়বে। বিশেষ করে বৃষ্টির শঙ্কা থাকলেও এখনও বৃষ্টি যেহেতু হয়নি তাই আমি আশা করি মানুষ ভোট দিতে আসবেন। এবং বেশি ভোট সংখ্যক ভোটদান হবে।’

নগরবাসীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘সিলেটবাসীকে ধন্যবাদ জানাই এবং সবাই যাতে শান্ত ও সুন্দর পরিবেশে ভোট দিতে পারেন এজন্য আহ্বান জানাই। দেশবাসী ও সিলেটবাসীর কাছে দোয়া চাই। যাতে আল্লাহতাআলা আমাকে সুযোগ দেন এই আধ্যাত্মিক নগর সিলেটের মানুষের খেদমত করতে পারি, সেবক হতে পারি।’

জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘আমি নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদি, অত্যন্ত খুশি হবো। পরাজয় যদি হয়, নির্বাচন তো চ্যালেঞ্জিং। নির্বাচনে যদি আমি হেরে যাই অবশ্যই যিনি জিতবেন উনার বাড়িতে আমি প্রথম ফুল নিয়ে যাবো।’

আনোয়ারুজ্জামানের স্ত্রী হলি বেগম চৌধুরী এসময় সঙ্গে ছিলেন। তিনি নিজের প্রতিক্রিয়ায় বলেন, ‘আলাহামদুল্লিাহ। ভালো লাগছে। আমরা এখানে এসেছি ভোট দিতে। ইনশাল্লাহ আমাদের জয় হবে।’

সিসিক নির্বাচনে মেয়র পদে প্রার্থী দিয়েছিল পাঁচটি দল। তাদের মধ্যে ইসলামী আন্দোলন সিলেট সিটি করপোরেশনের নির্বাচন বর্জনের ঘোষণা দেন। বর্তমানে তিন স্বতন্ত্র প্রার্থীসহ ভোটের মাঠে রয়েছেন সাতজন মেয়র প্রার্থী। তবে মেয়র পদে আলোচনায় রয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী এবং জাতীয় পার্টির মনোনীত লাঙ্গলের প্রার্থী মো. নজরুল ইসলাম। বিএনপি নির্বাচন বর্জন করায় বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী নির্বাচনে অংশগ্রহণ করেননি। 

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী সিলেট সিটিতে ১৯০টি ভোটকেন্দ্রের ১ হাজার ৩৬৭টি ভোটকক্ষে ৪ লাখ ৪৭ হাজার ৭৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন। এদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২ লাখ ৫৪ হাজার ২৩৬ জন, মহিলা ভোটার ২ লাখ ৩৩ হাজার ৩৮৭ জন এবং ছয়জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

সিলেট সিটিতে মেয়র পদে ৭ জন, ৪২টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৭৩ জন এবং ১২টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।