নবীগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ : আহত অর্ধশতাধিক

নবীগঞ্জ প্রতিনিধি


আগস্ট ২১, ২০২৩
০১:৩৭ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ২১, ২০২৩
০১:৩৮ পূর্বাহ্ন



নবীগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ : আহত অর্ধশতাধিক


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন।  আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের মধ্যে দুইচালকসহ ১০ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। এ ঘটনায় ঢাকা সিলেট মহাসড়কে প্রায় আধ ঘন্টা সময় যান চলাচল বন্ধ থাকে।

রবিবার সন্ধ্যা ৮টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার সদরঘাট নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান- সিলেট থেকে ঢাকাগামী সাগরিকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নতুন বাজার এলাকায় পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে আসা শাম্মী ট্রান্সপোর্ট পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।  এতে উভয় বাসের চালকসহ অর্ধশতাধিক যাত্রী  আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে। আহতদের মধ্যে দুই বাস চালকসহ ১০ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

এ প্রসঙ্গে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরীমল চন্দ্র দেব বলেন, সন্ধ্যার পর দুটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে ও যান চলাচল স্বাভাবিক করে।

এএন/০১