হবিগঞ্জে সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ০১, ২০২৩
০৪:২৭ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০১, ২০২৩
০৪:২৭ অপরাহ্ন



হবিগঞ্জে সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২


হবিগঞ্জ উপজেলার চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। 

আজ শুক্রবার (০১ সেপ্টেম্বর) সকালে চুনারুঘাট উপজেলার দূর্গাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের রফিক মিয়ার ছেলে জামাল মিয়া (২২) ও একই উপজেলার রঘুরামপুর গ্রামের কাশেম আলীর ছেলে ফরিদ মিয়া (৪০)। জামাল দুর্ঘটনাকবলিত অটোরিকশার চালক এবং ফরিদ যাত্রী ছিলেন।

 দুর্ঘটনায় নিহতের খবর নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক। তিনি জানান, শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান চুনারুঘাট উপজেলার দূর্গাপুর এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী ফরিদ মিয়ার ঘটনাস্থলেই নিহত হন। আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় অটোরিকশা চালক জামাল মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। সিলেটে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। 

দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছেজানিয়ে তিনি আরও বলেন, ‘অন্য আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’


এএফ/০৫