সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ০৫, ২০২৩
০২:২২ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৫, ২০২৩
০২:২২ পূর্বাহ্ন
সিলেটে বসবাসরত হবিগঞ্জের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের উদ্যোগ নিয়েছে হবিগঞ্জ সমিতি সিলেট। ২০২৩ সালের শিক্ষাবৃত্তির জন্য শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।
হবিগঞ্জ সমিতি জানিয়েছে, আবেদনকারী হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। সিলেট জেলার বিভিন্ন উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ২০২০-২০২১ এবং ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান ও সমমান শ্রেণীর ( চিকিৎসা, প্রকৗৈশল, কৃষি এবং সাধারন বিষয় ) শিক্ষার্থীরা হবিগঞ্জ সমিতি সিলেট-এর ২০২৩ সালের শিক্ষাবৃত্তির জন্য নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করতে পারবেন।
বিষয়টি নিশ্চিত করে করেছেন হবিগঞ্জ সমিতির সংগঠক মো. আবু তাহের চৌধুরী। তিনি বলেন, ‘হবিগঞ্জ সমিতির নির্দিষ্ট আবেদন ফরম সংগ্রহ করে তা নগরের মেন্দিবাগের ২১৩ গার্ডেন টাওয়ারের দ্বিতীয় তলায় সমিতির কার্যালয় জমা দিতে হবে।’
এএফ/১১