ওপেনিং নিয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ম্যাচের সকালে

খেলা ডেস্ক


অক্টোবর ০৬, ২০২৩
০২:৩৩ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০৬, ২০২৩
০২:৩৩ অপরাহ্ন



ওপেনিং নিয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ম্যাচের সকালে


বিশ্বকাপ দলে তামিম ইকবাল জায়গা না পাওয়ায় অনেকে হতাশ। তবে টুর্নামেন্টের প্রস্তুতি ম্যাচে নিজের জাত চিনিয়েছেন তানজিদ হাসান তামিম। তাতে একাদশে নিজের জায়গা তিনি শক্ত করে নিয়েছেন। পাশাপাশি মেহেদী হাসান মিরাজ ওপরে ব্যাট করতে নেমে দারুণ খেলছেন। লিটন দাস ধারাবাহিক না হলেও তিনি ওপেনিংয়ের প্রথম পছন্দ। ফলে উদ্বোধনী ব্যাটসম্যান নিয়ে তৈরি হয়েছে জটিলতা।

বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও আছেন দ্বিধায়। কাদের দিয়ে শুরু করাবেন ব্যাটিং এ নিয়ে তিনিও আছেন চিন্তায়। তবে আগামীকাল সকালেই তিনি সিদ্ধান্ত নেবেন।

হিমাচল প্রদেশের ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। বাংলাদেশ সময় আগামীকাল সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি। তখনই দেখা যাবে কারা নামছেন ওপেনিংয়ে। এখনই রহস্য ভাঙতে রাজি নন কোচ।

আজ শুক্রবার (৬ অক্টোবর) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে এসেছিলেন তিনি। সেখানেই জানালেন এই কথা।

এক প্রশ্নের উত্তরে হাথুরু বলেন, 'আসলে বিষয়টা জটিল হয়ে গেছে। কিন্তু কাউকে না কাউকে তো ওপেনিংয়ে পাঠাতেই হবে। তবে এখনও আমরা সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। আগামীকাল সকালেই আমরা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেব। তখনই আপনারা দেখতে পাবেন কারা ব্যাটিং ইনিংস শুরু করছে।'


এএফ/০২