গোসল সেরে নামা রাহুল চেয়েছিলেন চার, হলো ছক্কা

খেলা ডেস্ক


অক্টোবর ০৮, ২০২৩
১১:১২ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০৮, ২০২৩
১১:১২ অপরাহ্ন



গোসল সেরে নামা রাহুল চেয়েছিলেন চার, হলো ছক্কা

অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৯ রানে গুটিয়ে স্বস্তির নিশ্বাস ফেলেছিল ভারত। ড্রেসিং রুমে গিয়ে তিনি সবেমাত্র গোসল করেছিলেন। পা মেলে বসে তখন বিশ্রাম নিতে চেয়েছিলেন। কিন্তু সেটা আর তার ভাগ্যে জুটেনি। মাত্র ২ রানে ৩ উইকেট হারানোতে তার দ্রুতই নেমে পড়তে হয়। তারপর ৯৭ রানের অপরাজিত এক ইনিংস খেলে জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।

খেলা শেষে পুরস্কার নিতে এসে সে কথাটাই জানালেন তিনি স্টার স্পোর্টসকে। সেখানে বলেছেন মাঠে তার দ্রুত নামার কথা নিয়ে। পাশাপাশি বিরাটের সঙ্গে কি কথা হয়েছিল, সেসব নিয়েও হয়েছে আলোচনা।

লোকেশ রাহুল বলেছেন, ‘ফিল্ডিংয়ের পরে আমি সবেমাত্র গোসল সেরেছিলাম। ইচ্ছা ছিল পা উপরে তুলে আধা ঘণ্টা বিশ্রাম নেব। কিন্তু দ্রুত উইকেট পরে যাওয়াতে আমাকে তাড়াতাড়িই আসতে হয়েছে।’

কোহলির সঙ্গে কোনো কথা হয়েছিল কিনা জানতে চাইলে বলেন, ‘কোহলির সঙ্গে খুব বেশি কথা হয়নি। সে আমায় বলেছিল আমাদেরকে টেস্ট মেজাজে কিছুক্ষণ খেলা উচিৎ। আমরা সেটাই করেছি। দলের জয়ে অবদান রাখতে পেরে আমরা খুশি।’

দ্বিতীয় ইনিংসের শুরুতে অস্ট্রেলিয়ার পেসাররা বেশ সুবিধা পাচ্ছিলেন। তবে সময় যত গড়িয়েছে ফাস্ট বোলারদের জন্য পরিস্থিতি ততই কঠিন হয়েছে। উইকেটও সহজ ছিল না। আর সেটা মনে করিয়ে দিয়ে রাহুল বলেন, ‘আমি মনে করি দুর্দান্ত একটা প্রতিযোগিতা হয়েছে আজ।’

ইনিংসের শেষ বলটিতে ছক্কা মেরে দলকে জেতালেও হতাশ হয়ে মাঠে বসে পড়তে দেখা যায় রাহুলকে। এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেছেন, ‘আমি হিসেব করছিলাম কিভাবে সেঞ্চুরি হবে। সেজন্য আমি এটা চার মারতে চেয়েছিলাম। তার পরের বলে ছক্কা সেঞ্চুরি করব ভেবেছিলাম। কিন্তু হলো না। ছক্কা হয়ে যাওয়াতে ম্যাচটা জিতে যাই আমরা।’



আরসি-০২