বাংলাদেশের জয় ২ : ইংল্যান্ডের জয় ২

খেলা ডেস্ক


অক্টোবর ০৯, ২০২৩
০৫:৩৬ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০৯, ২০২৩
০৫:৩৬ অপরাহ্ন



বাংলাদেশের জয় ২ : ইংল্যান্ডের জয় ২
এগিয়ে যাওয়ার পালা এবার


গত ৭ অক্টোবর আফগানদের বিপক্ষে একরকম আধিপত্য দেখিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। সেই জয়ের পর এবার বাংলাদেশের সামনে প্রতিপক্ষ ইংল্যান্ড। বিশ্বকাপের মঞ্চে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে বরাবরই সমানে সমান লড়াই করে টাইগাররা। আবারও বিশ্বকাপে মুখোমুখি দুদল। এখন পর্যন্ত দুদলের চার লড়াইয়ে সমানে সমান অবস্থায় আছে বাংলাদেশ ও ইংল্যান্ড। এবার দুদলের সামনে সুযোগ এগিয়ে যাওয়ার।

২০০৭ বিশ্বকাপে প্রথম বিশ্বমঞ্চে মাঠে নামে দুদল। সেবার বাংলাদেশের বিপক্ষে ৩১ বল হাতে রেখে ৪ উইকেটের জয় তুলে নেয় ইংলিশরা। সেই হারের বদলা বিশ্বকাপের পরের আসরে ঘরের মাঠে নিয়েছিল বাংলাদেশ। সেবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংলিশদের ২ উইকেটে গুঁড়িয়ে দেয়। সেই সময় দুদলের বিশ্বকাপ পরিসংখ্যান দাঁড়ায় ১-১।

পরের আসরে ইংল্যান্ডকে হারিয়ে দুদলের লড়াইয়ে এগিয়ে যায় বাংলাদেশ। সেবার ইংলিশদের বিপক্ষে দারুণ জয়ে প্রথমবারের মতো বাংলাদেশ নিশ্চিত করে বিশ্বকাপের নকআউট পর্ব। বাংলাদেশ সেই ম্যাচে জয় পায় ১৫ রানে। এই জয়ে দুদলের লড়াই হয়ে ওঠে অসম। ব্যবধান দাঁড়ায় ২-১। বাংলাদেশ ২, ইংল্যান্ড ১। পরের আসরে ইংল্যান্ড সমান করে দুদলের ব্যবধান। ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ড নিজেদের ঘরে টাইগারদের হারায় ১০৬ রানের বড় ব্যবধানে। এতেই বিশ্বকাপে দুদলের পরিসংখ্যান দাঁড়ায় বাংলাদেশ ২, ইংল্যান্ড ২। 

বিশ্বকাপে দুই দলের সামনে এখন এগিয়ে যাওয়ার সুযোগ। তবে ভিন্ন পরিস্থিতির মুখোমুখি হয়ে মাঠে নামবে দুদল। ধর্মশালায় আগামীকালের লড়াইয়ের আগে দুদল দাঁড়িয়ে আছে ভিন্ন দুই পরিস্থিতিতে। জয়ে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশের সামনে লক্ষ্য ধারাবাহিকতা ধরে রাখা। অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড প্রথম ম্যাচে হেরেছে রানারআপ নিউজিল্যান্ডের কাছে। ফলে বিশ্বকাপে সামনে এগিয়ে যাওয়ার জন্য ইংল্যান্ডের চাই জয়। তবে ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে খেলা বলে বাংলাদেশের এগিয়ে যাওয়ার স্বপ্নটা একটু উজ্জ্বল। কারণ, এখন পর্যন্ত এই মাঠে খেলা চার ম্যাচে হারেননি লাল-সবুজ প্রতিনিধিরা। মাঠের কন্ডিশন বেশ ভালো করেই জানা টাইগারদের। ইংলিশদের হারানোর আশা করতেই পারেন লাল-সবুজ সমর্থকরা।

প্রস্তুতি ম্যাচ শেষে ধর্মশালায় আস্তানা গেড়েছে বাংলাদেশ দল। কন্ডিশনের সঙ্গে বেশ ভালোভাবেই মানিয়ে নিয়েছেন টাইগার ক্রিকেটাররা। নিজেদের প্রথম ম্যাচ এই মাঠে খেলায় উইকেট ও আউটফিল্ড সম্পর্কে ভালো ধারণা হয়েছে বাংলাদেশের। অন্যদিকে আহমেদাবাদে আসরের উদ্বোধনী ম্যাচ খেলে ধর্মশালায় এসেছে ইংলিশরা। গতকালই প্রথম অনুশীলনের সুযোগ পেয়েছে ধর্মশালায়। ফলে উইকেট সম্পর্কে তাদের ধারণা পাওয়া কিছুটা হলেও কঠিন। 

সব সমীকরণ মিলিয়ে বাংলাদেশ-ইংল্যান্ড লড়াইয়ে টাইগারদের জয়ের সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল দেখছেন সমর্থকরা। যদিও দুদলের মুখোমুখি লড়াইয়ে স্পষ্ট এগিয়ে ইংল্যান্ড। এখন পর্যন্ত দুদলের ২৪ লড়াইয়ে বাংলাদেশের ৫ জয়ের বিপরীতে ইংল্যান্ডের জয় ১৯টি। কোনো ম্যাচ পরিত্যক্ত কিংবা টাই হয়নি। সবশেষ পাঁচ দেখায় ইংল্যান্ডের ৪ জয়ের বিপরীতে বাংলাদেশ জয়ের হাসি হেসেছে একবার। শেষবার বাংলাদেশ ইংলিশদের হারায় চলতি বছরের ৬ মার্চ চট্টগ্রামে। ওই ম্যাচে বাংলাদেশ জিতেছিল ৫০ রানে।


এএফ/১১