নির্বাচনী কর্মকাণ্ডে অংশ নিয়ে সিলেটের আরেক বিএনপি নেতা বহিস্কৃত

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ০৩, ২০২৪
০১:০৮ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ০৫, ২০২৪
১১:০৫ পূর্বাহ্ন



নির্বাচনী কর্মকাণ্ডে অংশ নিয়ে সিলেটের আরেক বিএনপি নেতা বহিস্কৃত


এবার আওয়ামী লীগের প্রার্থীর উঠান বৈঠকে অংশ নিয়ে দলের সকল পর্যায়ের পদ খোয়ালেন সিলেটের জকিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি তোফায়েল আহমদ চৌধুরী। গতকাল মঙ্গলবার দল তাকে বহিস্কার করে। এর আগে জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে নির্বাচনী কর্মকাণ্ডে অংশ নেওয়ায় বিয়ানীবাজারে আরেক বিএনপি নেতাকে বহিস্কার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সিলেট-৫ আসনের আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের নির্বাচনী এক উঠান বৈঠক হয় জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে। বৈঠকের মঞ্চে প্রার্থী মাসুক উদ্দিন যখন বক্তৃতা করছিলেন তখন বিএনপি নেতা তোফায়েল মঞ্চের সর্ব ডান বসা ছিলেন। সে ছবি পরবর্তীসময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে থাকে। দলের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা সেই ছবি ফেসবুকে আপলোড দিয়ে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানাতে থাকেন। পরে মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিস্কার করা হয়। 

তোফায়েল আহমদকে বহিস্কারের বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী। তিনি বলেন, ‘দলের শৃঙ্খলা ভঙ্গ জনিত কারণে তাকে বহিস্কার করা হয়েছে।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটে-৬ আসনে জাতীয় পার্টির প্রার্থী সেলিম উদ্দিনের পক্ষে নির্বাচনী সভায় অংশ নেওয়ার অভিযোগ বিএনপি নেতা কছির আলীকে সাময়িক বহিস্কার করেছে সিলেট জেলা বিএনপি। 

কছির আলী উপজেলা বিএনপির সহসভাপতি এবং  মাথিউরা ইউনিয়ন বিএনপির সভাপতি।

জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 


এএফ/০৪