দশ দিন খোঁজ মিলছে না দুই শিক্ষার্থীর

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ২৭, ২০২৪
১২:০৯ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ২৭, ২০২৪
১২:০৯ অপরাহ্ন



দশ দিন খোঁজ মিলছে না দুই শিক্ষার্থীর


হবিগঞ্জের চুনারুঘাটে ওয়াজ মাহফিলে যাওয়ার কথা বলে ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে দুই শিক্ষার্থী।

তারা হলো উপজেলার মিরাশি ইউনিয়নের সোনাতলা গ্রামের নুহ মিয়ার ছেলে সালমান আহমেদ (১৫) ও একই এলাকার দুবাই প্রবাসী সুহেল মিয়ার ছেলে নয়ন মিয়া (৭)।

নয়ন স্থানীয় একটি ব্রাক স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র এবং সালমান বাহুবল হামিদনগর কওমি মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্র। 

এদিকে, নিখোঁজ হওয়ার পর থেকেই খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পাওয়ায় গত ১৭ জানুয়ারি নয়নের মা ও সালমানের মা গত ২০ জানুয়ারি চুনারুঘাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর আগে গত ১৬ জানুয়ারি মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে নিখোঁজ হয় ওই দুই শিক্ষার্থী। নিখোঁজ হওয়ার পর থেকেই তাদের পরিবারের সদস্যরা উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। 

 নিখোঁজ সালমানের মা মাহমুদা আক্তার বলেন, সালমান মাদ্রাসায় ও নয়ন স্থানীয় একটি স্কুলে লেখাপড়া করে। ঘটনার দিন বিকেলে গোয়াছপুর মাদ্রাসার মাহফিলে যাওয়া কথা বলে বের হয়েছিল দু’জন। এরপর থেকেই নিখোঁজ রয়েছে তারা। এ নিয়ে আমরা খুবই উৎকন্ঠায় দিন কাটাচ্ছি।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, তাদের দু’জনকে খোঁজে বের করার চেষ্টা চলছে। তিনি বলেন, সালমান এর আগেও একাধিকবার বাড়ি থেকে পালিয়েছিল। তাদের খোঁজে দেশের বিভিন্ন থানায় বার্তা দেওয়া হয়েছে। 



এএফ/০২