তাহিরপুরে আওয়ামী লীগের আফতাবের কাছে ধরাশায়ী দলের সভাপতি

প্রতিনিধি তাহিরপুর


মে ২২, ২০২৪
০৬:০৬ অপরাহ্ন


আপডেট : মে ২৩, ২০২৪
০১:৪৫ অপরাহ্ন



তাহিরপুরে আওয়ামী লীগের আফতাবের কাছে ধরাশায়ী দলের সভাপতি


ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে মূল লড়াই হয়েছে আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগের। তাতে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়কের কাছে ধরাশায়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি। 

ঘোষিত বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে ৩৭ হাজার ৪৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আফতাব উদ্দিন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৫৩০ ভোট। তাহিরপুরে চেয়ারম্যান পদে এ দুজন ছাড়াও আরও ৪ জন প্রার্থী ভোটে লড়েছেন।

মঙ্গলবার (২১ মে) রাত ১১ টার দিকে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা স্বাক্ষরিত ফলাফল বিবরণীতে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন চশমা প্রতীকী ৩৯ হাজার ৫৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইক প্রতীকে রিয়াজ উদ্দিন খন্দকার পেয়েছেন ১৬ হাজার ৮৮৪ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী নেত্রী আইরিন পেয়েছেন ৩৫ হাজার ২৮৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সুষমা জাম্বিল পেয়েছেন ২৬ হাজার ৫২ ভোট।


এএফ/০৬