নিজস্ব প্রতিবেদক
জুন ০৯, ২০২৪
০৪:৪০ পূর্বাহ্ন
আপডেট : জুন ০৯, ২০২৪
০৫:৪১ পূর্বাহ্ন
টানা কয়েক ঘন্টার বৃষ্টিতে ছড়া উপচে ডুবে গেছে নগরের মদিনা মার্কেট কালিবাড়ি রোড। ছবি- তাহমিনা নূর
কয়েক ঘন্টার বৃষ্টিতে ফের পানিতে ডুবেছে সিলেট নগর। নগরের বিভিন্ন এলাকায় রাস্তাঘাট ও বাড়িঘর পানিতে ডুবার পাশাপাশি জলমগ্ন হয়েছে চিকিৎসা সেবায় সিলেটের সর্ববৃহৎ প্রতিষ্ঠান সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালও।
শনিবার (৮ জুন) দিবাগত রাত সাড়ে আটটা থেকে বৃষ্টি শুরু হলেও রাত সাড়ে নয়টার দিক থেকে টানা ভারী বর্ষণ শুরু হয়। এর ঘন্টাখানেক পর থেকেই একে একে ডুবতে শুরু করে নগরের বিভিন্ন এলাকা।
এ সংক্রান্ত অন্য সংবাদ পড়ুন- বৃষ্টিতে ফের পানিবন্দী ওসমানী হাসপাতাল |
সিলেট নগরের দরগা মহল্লা, পায়রা, জালালাবাদ, চৌহাট্টা, মিরবক্সটুলা, জামতলা, মনিপুরী রাজবাড়ি, মিরের ময়দান, সোবহানীঘাট, তেররতন, মেন্দিবাগ এলাকাসহ বিভিন্ন এলাকা ঘুরে এবং খবর নিয়ে জানা গেছে ভারী বর্ষণ শুরুর ঘন্টা দেড়েকের মধ্যে বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। অনেক এলাকায় প্রথমে সড়ক ডুবে যায়। এরপর বাড়ি ঘরে পানি উঠতে শুরু করে।
সিলেট নগরের দরগাহ মহল্লার বাসিন্দা ফরেস্ট হিল স্কুলের সাবেক শিক্ষিকা সালমা সিদ্দিকার রিমা সিলেট মিররকে বলেন, ‘রাত ১০টার দিকেই আমার পাড়ার রাস্তা ডুবে যায়। পরে প্রায় তিন ফুটের মতো পানি উঠে গেলে আমাদের বাসার সিড়ির গোড়া পর্যন্ত পানিতে ডুবে যায়।’
নগরের লামাবাজার সরষপুরের বাসিন্দা চাকরিজীবী শাহেদ আহমদ রাশেদ বলেন, ‘রাত সাড়ে এগারোটার দিকে ঘরে পানি ঢুকতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে ঘরে হাটু পানিতে ডুবে যায়।’
নগরের শিবগঞ্জ খাঁর পাড়া এলাকার বাসিন্দা ইমতিয়াজ সাকলাইন বলেন, ‘খাঁর পাড়া, সোনারপাড়া এলাকা ও এর আশপাশে হাটু পানি হয়ে গেছে।’
সিলেট আবহাওয়া অফিসর সহকারী আবহাওয়াবিদ শহা মো. সজিব জানিয়েছেন শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৯ টা পর্যন্ত ৩ মিলিমিটার এবং ৯ টা থেকে ১২ টা পর্যন্ত ২২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
এর আগে গত ২ জুন রাতে ভারি বৃষ্টিতে সিলেট নগরে জলাবদ্ধতা দেখা দেয়। পানিতে তলিয়ে যায় নগরের শতাধিক এলাকা। এতে দুর্ভোগে পড়েন এসব এলাকার বাসিন্দারা।
এএফ/০১