তাহিরপুর প্রতিনিধি
অক্টোবর ০৭, ২০২৪
০৫:০৫ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ০৭, ২০২৪
০৫:০৮ পূর্বাহ্ন
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাদাঘাট ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক আফতাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে সুনামগঞ্জ গোয়েন্দা ও সদর থানা পুলিশের একটি অভিযানিক দল।
রবিবার (৬ অক্টোবর) দিবাগত রাত একটার দিকে সুনামগঞ্জ আব্দুজ জহুর সেতু সংলগ্ন রাধানগর পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসময় তার সঙ্গে থাকা আরও দু’জনকে আটক করে পুলিশ। আফতাব উদ্দিন উপজেলার বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত জয়নাল আবেদীন এর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম সিলেট মিরর-কে বলেন, দেশজুড়ে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন চলাকালীন সুনামগঞ্জে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে একটি মামলা হয়। ওই মামলায় আফতাবকে গ্রেপ্তার করা হয়েছে।
এএফ/০৪