নিজস্ব প্রতিবেদক ও হবিগঞ্জ সংবাদদাতা
নভেম্বর ১৩, ২০২৪
০২:০৪ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ১৩, ২০২৪
০২:০৪ অপরাহ্ন
বয়স সবে ২২। উচ্ছ্বল তারুণ্য। এই সময়টায় সকল উচ্ছলতাকে জলাঞ্জলি দিয়ে সংসারের হাতল ধরবেন বলে প্রায় চার মাস আগে দেশ ছাড়েন। জীবনকে হাতে নিয়ে পাড়ি দেন ভূমধ্যসাগরের উত্থাল জলরাশি। বড় ঝুঁকি পাড়ি দেওয়া হবিগঞ্জের মিসপাউর রহমান নাঈমের (২২) আর সংসারের হাল শক্ত হাতে ধরা হলো না। তার আগেই ইতালির ট্রাইসেস স্পেসিয়া প্রাদেশিক শহরের রাস্তায় সড়ক দুর্ঘটনায় তিনি না ফেরার দেশে পাড়ি জমালেন।
মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ইতালির ট্রাইসেস স্পেসিয়া প্রাদেশিক সড়কে এক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।
নাঈম হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ৭ নম্বর করগাঁও ইউনিয়নের মিল্লিক গ্রামের সাঈদুর মিয়ার পুত্র মিসপাউর রহমান নাঈম।
জানা যায়, ওই সময় নাঈম স্কুটারযোগে কাজে যাচ্ছিলো। ট্রাইসেস স্পেসিয়া প্রাদেশিক সড়ক লুকুগনানো ক্রীড়া মাঠের কাছে পৌছামাত্র একটি কারের ধাক্কায় একটি বাইসাইকেল ও স্কুটার আরোহী নাঈমসহ দুই বাংলাদেশী তরুণ ছিটকে পড়েন।
মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই নাঈম মৃত্যুবরণ করেন। গুরুতর আহত অবস্থায় অপর যুবককে ট্রাইকেস পানিকো হাসপাতালে ভর্তি করা হয়। তাৎক্ষণিক ঘাতক গাড়ি চালককে আটক করে তার লাইসেন্স বাতিল করা হয়েছে।
নাঈমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার চাচা মশিউর রহমান টিটু জানান, প্রায় ৪ মাস আগে নাঈম ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌছায়। ইতালিতে একটি সড়ক দুর্ঘটনায় সে মারা গেছে। সরকারের কাছে আমাদের একটাই দাবি আমার ভাতিজার লাশ যাতে বাড়িতে এনে দাফন করতে পারি। দুই ভাইয়ের মধ্যে নাঈম সবার ছোট। পরিবারকে ভালো রাখার জন্য গিয়েছিল ইতালি।
এএফ/০২