তাহিরপুরে জিয়া মঞ্চের কমিটি গঠন

তাহিরপুর প্রতিনিধি


ফেব্রুয়ারি ১৯, ২০২৫
০৭:১৮ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৯, ২০২৫
০৭:১৯ পূর্বাহ্ন



তাহিরপুরে জিয়া মঞ্চের কমিটি গঠন


আবুল কাসেমকে আহ্বায়ক ও সোহেল মিয়াকে সদস্য সচিব করে তাহিরপুর উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক কমিটি করা হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে সুনামগঞ্জ জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক সুলতাম মো. সবুজ ও সদস্য সচিব মো. সেলিম মুন্না স্বাক্ষরিত ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন করেন।

কমিটিতে আছমত আলীকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছাড়াও ৭ জন যুগ্ম আহ্বায়ক রাখা হয়েছে। তাঁরা হলেন মিজান মিয়া, আমিরুল হাসান, নুর ইসলাম, রায়হান আহমেদ শাহিন, নিজাম উদ্দিন, রুহুল আমিন রাজ, ও সুলতান মিয়া।

সদস্যরা হলেন আকাইদ হোসেন, রিয়াজ উদ্দিন, হুমায়ূন কবির, মোবারক হোসেন, বোরহান উদ্দিন, জাকির হোসেন, নবী হোসেন, রতন মিয়া, আলম মিয়া, রুবেল মিয়া, পারভেজ, আশরাফুল ইসলাম, জমির হোসেন, শাহজাহান, আবুল হোসেন, আরিফুল ইসলাম, কামাল হোসেন, বিল্লাল মিয়া, সাহেল মিয়া, নাজমুল, আসুক মিয়া।

সুনামগঞ্জ জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক সুলতান মো. সবুজ জানান, এ কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে উপজেলার সকল ইউনিয়ন কমিটি গঠন করে জেলায় জমা দিতে বলা হয়েছে।


এএইচএম-০১/ এএফ-০৪