তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রতিনিধি তাহিরপুর


ফেব্রুয়ারি ২৪, ২০২৫
০৪:১৭ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৪, ২০২৫
০৪:১৭ অপরাহ্ন



তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা


সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বাদল মিয়াকে আহবায়ক ও জুনাব আলীকে প্রথম যুগ্ম আহ্বায়ক করে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে শহরের পুরাতন বাসস্টেশনের একটি রেস্টুরেন্টে জেলা বিএনপি আয়োজিত কার্যকরী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে তাহিরপুর উপজেলাসহ জেলার ১৬ ইউনিটের কমিটি ঘোষণা করা হয়। 

সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন ও সদস্য আব্দুল হক স্বাক্ষরিত তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে আরো যাঁদের যুগ্ম আহ্বায়ক করা হয়েছে তাঁরা হলেন মেহেদী হাসান উজ্জ্বল, রাখাব উদ্দিন ও আবুল হুদা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ। এসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী ছাড়াও সুনামগঞ্জ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। 

কমিটি অনুমোদনের বিষয়টি এ প্রতিবেদককে নিশ্চিত করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ।


এএফ/০৪