সিলেট মিরর ডেস্ক
মার্চ ২৬, ২০২৫
০২:৫৯ অপরাহ্ন
আপডেট : মার্চ ২৬, ২০২৫
০৩:০৩ অপরাহ্ন
ট্রাক-টমটম সংঘর্ষে তাবলীগ জামায়াতের দুই সদস্য নিহত
হবিগঞ্জের বাহুবলে ট্রাক ও টমটম গাড়ির সংঘর্ষে তাবলীগ জামাতের দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
বুধবার (২৬ মার্চ) সকাল ৯টায় উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের আদিত্যপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার আলীরপাড়া গ্রামের আহম্মেদ আলীর ছেলে মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ (৭৫) ও সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের বাদশা মিয়ার ছেলে মো. মারুফ (৩৮)।
পুলিশ সূত্রে জানা যায়, বাহুবল থানাধীন ৩নং সাতকাপন ইউপিস্থ চলিতাতলা জামে মসজিদে তাবলীগ জামায়াতে এসেছিলেন তারা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে টমটম গাড়ি যোগে উপজেলা চলিতাতলা জামে মসজিদ পরিবর্তন করে বাহুবল থানাধীন আদিত্যপুর মসজিদে যাওয়ার জন্য বের হন তারা। পরে সকাল ৯ টায় বাহুবলের ৩নং সাতকাপন ইউনিয়নের আদিত্যপুর ইদগাহ সংলগ্ন সিলেট-ঢাকা মহাসড়কের ওপর পৌঁছালে টমটম চালক রাস্তা ক্রসিং করার সময় সিলেটগামী একটি ট্রাক পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে টমটম গাড়িটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তারা দুজন মারা যান। এ ঘটনায় মহাসড়কে যান চলাচল আধাঘণ্টা বন্ধ থাকে।
আহত টাঙ্গাইলের আল-মামুন (৬৫), টমটম চালক উপজেলার মানিকা বাজার এলাকার মঞ্জুর উল্লার ছেলে বাচ্চু মিয়াকে (৩০) বাহুবল হাসপাতালে নিয়ে যান স্থানীয় লোকজন।
খবর পেয়ে বাহুবল থানা পুলিশ, শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাস্তার যানচলাচল স্বাভাবিক করেন। দুর্ঘটনায় কবলিত ট্রাক ও টমটম গাড়ি শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
জিসি / ০৪