প্রতিনিধি তাহিরপুর
আগস্ট ১০, ২০২৫
০৪:০৪ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১০, ২০২৫
০৪:০৪ অপরাহ্ন
সুনামগঞ্জ জেলার তাহিরপুরে খাল সাঁতরে বাড়ি ফেরার পথে স্রোতের টানে ভেসে গিয়ে নিখোঁজের ১৮ ঘন্টা পর চিত্ত রঞ্জন দাস টুনু (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি তাহিরপুর সদর ইউনিয়নের সূর্যেরগাঁও গ্রামের সুনিল দাসের ছেলে।
আজ রবিবার (১০ আগস্ট) সকাল ৭টার দিকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নিখোঁজ হওয়া ব্যক্তির সন্ধানে উদ্ধার তৎপরতা শুরু করলে দুপুর ২টার দিকে তাঁকে উদ্ধার করতে সক্ষম হন।
এর আগে শনিবার রাত আনুমানিক ৮টার দিকে তাহিরপুর থানা ব্রীজ সংলগ্ন রতনশ্রী গ্রামের খাল সাঁতরে বাড়ি ফেরার পথে স্রোতের টানে পানিতে ডুবে গিয়ে ওই ব্যক্তি নিখোঁজ হোন।
তাহিরপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোহাম্মদ ফরিদ বলেন, সুনামগঞ্জ থেকে ডুবুরি দল এসে আজ (রবিবার) সকাল ৭টা থেকে উদ্ধার তৎপরতা শুরু করে। পরে ৭ ঘন্টা খোঁজাখুঁজির পর খালের অদূরে ডুবন্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়।
পানিতে ডুবে নিখোঁজ হওয়া ব্যক্তিকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন।
এএইচএম-০১/এএফ-০১