সিলেট মিরর ডেস্ক
আগস্ট ১৩, ২০২৫
০৩:৪৬ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১৩, ২০২৫
০৩:৫১ অপরাহ্ন
তাহিরপুরে বিজিবি টহল দলের ওপর হামলা মামলায় তিনজন গ্রেফতার
সুনামগঞ্জের তাহিরপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টহল দলের ওপর হামলা ও স্পিডবোট ভাঙচুরের মামলায় তিনজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার (১৩ আগস্ট) ভোররাতে বিজিবি ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন-তাহিরপুরের লাউড়গড় সীমান্ত গ্রামের মো. আলী, কাজী মিয়া এবং পাশের সাহিদাবাদ গ্রামের আজিরুল ইসলাম। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তারা সবাই মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
ঘটনার সূত্রপাত ৬ আগস্ট ভোররাতে। ওইদিন জাদুকাটা নদীর তীরে বিদেশি মদের চালান ছিনিয়ে নিতে সংঘবদ্ধ মাদক চোরাকারবারিরা সিলেট সেক্টরের ২৮ বিজিবি ব্যাটালিয়নের লাউড়গড় বিওপির সাত সদস্যের টহল দলের ওপর হামলা চালায়। এসময় টহল কাজে ব্যবহৃত বিজিবির একটি স্পিডবোট ভাঙচুর করা হয় এবং ক্যাম্প কমান্ডার (সুবেদার)সহ দুই সদস্য গুরুতর আহত হন।
হামলার পর পালিয়ে যাওয়ার সময় চোরাকারবারিরা ফেলে যাওয়া ৪৮ বোতল বিদেশি মদ জব্দ করে বিজিবি। ওই রাতেই বিজিবির পক্ষ থেকে চারজনকে পলাতক দেখিয়ে তাহিরপুর থানায় মামলা দায়ের করা হয়। মামলায় গ্রেফতার তিনজন ছাড়াও পলাতক আসামি হিসেবে লাউড়গড় গ্রামের সুরত আলীর নাম রয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই হাফিজুল ইসলাম জানান, গ্রেফতারকৃত তিনজনকে আদালতে পাঠানো হয়েছে এবং বাকি এক পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।
জিসি / ০৪