সিলেট মিরর ডেস্ক
আগস্ট ১৩, ২০২৫
০৩:৫৬ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১৩, ২০২৫
০৩:৫৬ অপরাহ্ন
শান্তিগঞ্জে যুবদল নেতা হত্যা: ঢাকা থেকে গ্রেপ্তার পলাতক আসামি
সুনামগঞ্জে শান্তিগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে যুবদল নেতা নজরুল ইসলামকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার মামলার অন্যতম পলাতক আসামি তাজ উদ্দিনকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব জানায়, গত ১৫ জুন সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জামলাবাজ গ্রামে প্রতিবেশীর সীমানা নিয়ে বিরোধের জেরে বিবাদীরা নজরুল ইসলামকে পথে আটকায়। সুলফি, লোহার রড ও চাইনিজ কুড়াল দিয়ে বুকে, পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করলে তিনি গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই শান্তিগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকেই আসামিরা পলাতক ছিলেন। র্যাব-৯ ঘটনাটি ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ (সিপিসি-৩, সুনামগঞ্জ) ও র্যাব-১০ এর যৌথ অভিযানে গত ১২ আগস্ট দুপুরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজার সামনে থেকে তাজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তাজ উদ্দিন (৩৮) জামলাবাজ গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুশি সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দক্ষিণ সুনামগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
জিসি / ০৫