প্রধানমন্ত্রীকে চীনা প্রেসিডেন্টের ফোন

সিলেট মিরর ডেস্ক


মে ২১, ২০২০
০৩:০২ পূর্বাহ্ন


আপডেট : মে ২১, ২০২০
০৩:০২ পূর্বাহ্ন



প্রধানমন্ত্রীকে চীনা প্রেসিডেন্টের ফোন
করোনা মোকাবেলায় অভিজ্ঞ চিকিৎসক দল পাঠানোর আগ্রহ প্রকাশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় তার দেশের অভিজ্ঞ দল পাঠানোর আগ্রহ প্রকাশ করেছেন। 

বাসস জানায়, বুধবার প্রধানমন্ত্রী প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন শি জিনপিং। সেসময় তিনি বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় চীনের অভিজ্ঞ দল পাঠানোর ইচ্ছা প্রকাশ করেন।

চীনা প্রেসিডেন্ট এসময় জানান, বাংলাদেশ চাইলে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় অভিজ্ঞ দল পাঠাতে প্রস্তুত রয়েছে চীন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ২৫ মিনিটের ফোন আলাপে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন চীনা প্রেসিডেন্ট। বাংলাদেশের সঙ্গে দৃঢ় বন্ধুত্ব বজায়ে রেখে আগামীতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মহামারী করোনাভাইরাস মোকাবেলায় আন্তর্জাতিকভাবে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।

মহামারী করোনায় দুই দেশের মেডিকেল সরঞ্জাম প্রেরণ করার কথা স্মরণ করেন এই দুই নেতা।

এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চীন সফরের কথা স্মরণ করে চীনের প্রেসিডেন্ট বলেন, বঙ্গবন্ধুর চীন সফরের মধ্যে দিয়ে চীন বাংলাদেশের দ্বিপাক্ষিক বন্ধুত্বের ভিত রচিত হয়। এই বন্ধুত্ব আগামীতে আরো দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন শি জিনপিং।

বিএ-১৭