সারা রাত তাণ্ডব চালিয়ে আম্পান এখন একেবারেই দুর্বল

সিলেট মিরর ডেস্ক


মে ২১, ২০২০
০৫:৩৩ অপরাহ্ন


আপডেট : মে ২১, ২০২০
০৮:৩৪ অপরাহ্ন



সারা রাত তাণ্ডব চালিয়ে আম্পান এখন একেবারেই দুর্বল

সারা রাত তাণ্ডব চালানোর পর ঘূর্ণিঝড় আম্পান এখন একেবারেই দুর্বল হয়ে গেছে। আজ বৃহস্পতিবার (২১ মে) ভোরের দিকে ঘূর্ণিঝড় আম্পান স্থল নিম্নচাপে পরিণত হয়ে আরও উত্তর–পূর্ব দিকে সরে গেছে।

আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দীন আহমেদ গণমাধ্যমকে এই তথ্য জানান। 

সামছুদ্দীন আহমেদ বলেন, স্থল নিম্নচাপে পরিণত হয়ে আম্পান আজ সকাল পৌনে ৯টার দিকে রংপুর অঞ্চলের দিকে অবস্থান করছিল। এটি আরও উত্তর–পূর্ব দিকে সরে যাবে। 

সামছুদ্দীন আহমেদ আরও বলেন, ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে যাওয়ায় মোংলা, পায়রা সমুদ্রবন্দরসহ যেসব এলাকায় ১০ নম্বর মহাবিপদ সংকেত ও ৯ নম্বর বিপদ সংকেত ছিল, সেটি তুলে ফেলা হয়েছে। তার পরিবর্তে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এনপি-০২