গণস্বাস্থ্যের কিটে পরীক্ষা, ডা. জাফরুল্লাহর করোনা পজিটিভ

সিলেট মিরর ডেস্ক


মে ২৬, ২০২০
০২:৩৮ পূর্বাহ্ন


আপডেট : মে ২৬, ২০২০
০২:৩৮ পূর্বাহ্ন



গণস্বাস্থ্যের কিটে পরীক্ষা, ডা. জাফরুল্লাহর করোনা পজিটিভ

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা শনাক্ত হয়েছে। রবিবার (২৪ মে) গণস্বাস্থ্যের ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা সংক্রমণ ধরা পড়েছে বলে জানিয়েছেন তিনি। 

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমি বাসায় আইসোলেশনে আছি। আমার থুথু পরীক্ষা করা হয়েছে। সেখানে এই সংক্রমণ নিশ্চিত হওয়া যায়।’

তিনি জানান, করোনা টেস্ট তিনি পিসিআর মেশিনে করাননি। আর তা করার প্রয়োজন নেই বলেও দাবি করেছেন ডা. জাফরুল্লাহ।

এছাড়া সরকারের অনুরোধক্রমে গণস্বাস্থ্যের কিটের ক্লিনিক্যাল ট্রায়াল স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি।

বিএ-০৫