ওসমানীনগরে সংবাদকর্মী করোনায় আক্রান্ত

ওসমানীনগর প্রতিনিধি


মে ২৭, ২০২০
০৬:৩৯ পূর্বাহ্ন


আপডেট : মে ২৭, ২০২০
০৬:৪১ পূর্বাহ্ন



ওসমানীনগরে সংবাদকর্মী করোনায় আক্রান্ত

সিলেটের ওসমানীনগরে এক সংবাদকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের বাসিন্দা। উপজেলায় তিনিই প্রথম সংবাদকর্মী, যিনি করোনায় আক্রান্ত হয়েছেন। 

ওসমানীনগর উপজেলা করোনা সংক্রান্ত মেডিকেল টিমের প্রধান ডা. সাকিব আব্দুল্লাহ চৌধুরী তথ্যটি সিলেট মিররকে নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গত ২৩ মে ওই সাংবাদিক নমুনা প্রদান করেন। মঙ্গলবার (২৬ মে) রাত সাড়ে ১১টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ই-মেইলের মাধ্যমে তাদের করোনা পজেটিভ বলে জানানো হয়।

তিনি আরও জানান, বুধবার ওই সাংবাদিকের বাড়ি লকডাউনসহ তার বাড়ির অন্যদের নমুনা সংগ্রহ করা হবে।

এ নিয়ে ওসমানীনগরে মোট করোনায় আক্রান্ত হলেন ১২ জন। এরমধ্যে ১ জন মারা গেছেন। পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন একজন।

প্রসঙ্গত,  গত ২০ মে ওসমানীনগরে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করোনায় আক্রান্ত শফিউল আলম চৌধুরী নাদেল। ওইদিন দুপুরে সিলেটের ওসমানীনগরে শহীদ মুক্তিযোদ্ধা নায়েক নুরুল হক খাঁন ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকার মুক্তিযোদ্ধা ও প্রেসক্লাব সাংবাদিকদের ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন। সে অনুষ্ঠানে  উপজেলার ৮ থেকে ১০ জন সাংবাদিক, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদসহ এলাকার অর্ধশতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। পরদিন নাদেলের করোনা আক্রান্তের খবরে অনুষ্ঠানে যোগদানকারীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। ২৩ মে ওই সাংবাদিক সংক্রমণ নিশ্চিত হতে নমুনা প্রদান করেন।

 

উধ-০১/আরসি-০৩