একদিনে শনাক্ত ১৫৪১, মৃত্যু ২২

সিলেট মিরর ডেস্ক


মে ২৭, ২০২০
০৮:৪০ অপরাহ্ন


আপডেট : মে ২৭, ২০২০
০৯:৪৩ অপরাহ্ন



একদিনে শনাক্ত ১৫৪১, মৃত্যু ২২

গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে ১ হাজার ৫৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আজ বুধবার (২৭ মে) সকাল পর্যন্ত বাংলাদেশে শনাক্ত রোগীর সংখ্যা ৩৮ হাজার ২৯২ জন। 

এই সময়ে মৃত্যু হয়েছে ২২ জনের। এ নিয়ে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন মোট ৫৪৪ জন। 

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা আজ বুধবার দেশে করোনাভাইরাস পরিস্থিতির সবশেষ তথ্য তুলে ধরেন।

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত ৩৪৬ জন রোগী সুস্থ হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ হাজার ৯২৫ জন। গত ২৪ ঘণ্টায় ৪৮টি ল্যাবে ৭ হাজার ৮৪৩টি নমুনা সংগ্রহ করা হয়। আগের দিন সংগৃহীত নমুনাসহ মোট পরীক্ষা করা হয় ৮ হাজার ১৫টি নমুনা। এ পর্যন্ত সারাদেশে পরীক্ষা করা হয়েছে ২ লাখ ৬৬ হাজার ৪৪৫টি নমুনা। 

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৯ দশমিক ২২। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার  ২০ দশমিক ৭০ শতাংশ। আর এই সময়ে মৃত্যুর হার ১ দশমিক ৪২ শতাংশ। তিনি জানান, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২০ জন পুরুষ, ২ জন নারী। তাদের মধ্যে দুইজন সিলেট বিভাগের, ১০ জন ঢাকা বিভাগের ও ১০ জন  চট্টগ্রাম বিভাগের বাসিন্দা ছিলেন। 

এই ২২ জনের মধ্যে ১০ বছরের কম বয়সী একটি শিশুও রয়েছে। বাকিদের মধ্যে একজনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে, ৭ জনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে, ৭ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ২ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ২ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এবং ২ জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছিল।

এনপি-১৩