খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুর রেজ্জাক করোনা আক্রান্ত

সিলেট মিরর ডেস্ক


মে ২৮, ২০২০
০১:৩১ পূর্বাহ্ন


আপডেট : মে ২৮, ২০২০
০১:৪১ পূর্বাহ্ন



খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুর রেজ্জাক করোনা আক্রান্ত

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও তার আইনজীবী আব্দুর রেজ্জাক খান (৮০) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২৬ মে) থেকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। তিনি বলেন, গত ২০ মে থেকে করোনায় আক্রান্ত অ্যাডভোকেট আব্দুর রেজ্জাক খান। গতকাল মঙ্গলবার তাকে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

উল্লেখ্য, ১৯৬৪ সালে ঢাকা জজ আদালতের আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন আব্দুর রেজ্জাক খান। ১৯৬৭ সালে তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। সুপ্রিম কোর্টের সিনিয়র এই আইনজীবী সাবেক এডিশনাল অ্যাটর্নি জেনারেল ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন।

এনপি-২৩